রেমিট্যান্স পাঠাতে ফি মওকুফের খবরে আনন্দিত প্রবাসীরা। তবে এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবী প্রবাসীদের। দেশের এই কঠিন সময়ে রেমিট্যান্স বাড়াতে নতুন এই সিদ্ধান্ত সহায়ক হবে বলে মনে করছেন কুয়েতের বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউজে কর্মরত বাংলাদেশি কর্মকর্তারা। গত ৬ নভেম্বর অভ্যন্তরীণ রেমিট্যান্স পরিচালনার জন্য ব্যাংকগুলো কোনো ধরনের ফি নেবেনা এমন কথা জানায় ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশনের (বাফেদা)।
এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কুয়েতে অবস্থানরত বিভিন্ন মানি এক্সচেঞ্জে কর্মরত কর্মকর্তা ও প্রবাসীরা। দেশটির বিভিন্ন মানি এক্সচেঞ্জে বাংলাদেশে টাকা পাঠাতে আসা প্রবাসীরা বলেন, দেশে টাকা পাঠাতে যে ফি দিতে হতো, তা বাংলাদেশি মুদ্রায় ৩০০ টাকার বেশি।
কুয়েতের বিভিন্ন এক্সচেঞ্জগুলো গ্রাহকদের আকৃষ্ট করতে নানা সময় বিভিন্নভাবে উদ্বুদ্ধ করে থাকে। তবে প্রবাসীদের জন্য রেমিট্যান্স পাঠাতে ফি মওকুফের এমন সিদ্ধান্তকে সময়োপযোগী হিসেবে মনে করেন এক্সচেঞ্জের একাধিক ম্যানেজার।
এদিকে, প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স পাঠাতে ফি দিতে হবে না-এখন পর্যন্ত এমন কোনো নোটিশ পাননি বলে জানিয়েছেন কুয়েতের এক্সচেঞ্জ হাউজ সংশ্লিষ্টরা। তাই ফরেন এক্সচেঞ্জের মাধ্যমে কুয়েতে বিভিন্ন এক্সচেঞ্জগুলোর সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্তটি দ্রুত কার্যকর করার অনুরোধ প্রবাসীদের।
আরো পড়ুন:
পাকিস্তানের বন্যায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিল ওমান
প্রবাসীদের জরিমানা বৃদ্ধি করে দ্বিগুণ করলো
ওমান সহ মধ্যপ্রাচ্যে রমজান শুরুর সম্ভাব্য তারিখ
সিআইপি নির্বাচিত হচ্ছেন ৬৭ প্রবাসী, সংখ্যায় দ্বিতীয়
ক্ষোভ আর অভিমানে হুন্ডিতে ঝুঁকছেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post