পর্যটকদের জন্য জরিমানা কমালেও প্রবাসীদের ক্ষেত্রে জরিমানা দ্বিগুণ করলো আমিরাত সরকার। এখন থেকে রেসিডেন্স ভিসার মেয়াদ শেষ হওয়ার পর আমিরাতে অতিরিক্ত সময় থাকলে আগের চেয়ে দ্বিগুণ জরিমানা গুনতে হবে প্রবাসীদের। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর দেশটিতে অবস্থান করলে তাদের প্রতিদিনের জন্য ২৫ দিরহামের জায়গায় ৫০ দিরহাম জরিমানা গুনতে হবে।
অপরদিকে, পর্যটক এবং ভিজিট ভিসাধারীরা সেদেশে অতিরিক্ত সময় অবস্থান করলে আগে দৈনিক ১০০ দিরহাম জরিমানা হলেও এখন থেকে তাদের দিতে হবে ৫০ দিরহাম। গত মাসে আমিরাত সরকারের ঘোষিত ব্যাপক ভিসা সংস্কারের অংশ হিসাবে প্রবর্তিত নতুন নিয়ম অনুযায়ী ওভারস্টেয়িং ফি হ্রাস করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আমিরাতের টাইপিং সেন্টারগুলো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কর্তৃপক্ষের ওয়েবসাইট এবং স্মার্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে গ্রাহক সেবা কেন্দ্রগুলিতে বা অনলাইনের মাধ্যমেও এই জরিমানা দেওয়া যাবে। নতুন ভিসা স্কিমের অধীনে, রেসিডেন্সি ভিসাধারীদের ছয় মাসের গ্রেস পিরিয়ড থাকে। এই সময়ের মধ্যে নিজ দেশে ফেরত যাওয়ার জন্য বা পারমিট বাতিল বা মেয়াদ শেষ হয়ে গেলে অবস্থান পরিবর্তন করতে পারেন প্রবাসীরা।
ভিসার মেয়াদ পার হওয়ার ছয় মাস অতিক্রম হলে অবৈধভাবে আমিরাত বসবাসের কারণে তাকে গ্রেফতার করতে পারবে দেশটির পুলিশ। অন্যদিকে মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসার ক্ষেত্রে ৩০ দিনের মধ্যে ভিসা নবায়ন না করলে গ্রেফতার করার বিধান রয়েছে।
আরো পড়ুন:
সৌদি থেকে বাংলাদেশে এলো প্রবাসী হারুনের ‘লাশের টুকরো’
প্রায় ২০ লাখ পিস ইয়াবাসহ সৌদিতে বাংলাদেশিসহ গ্রেফতার ৯
১৪ লাখ কর্মী নিবে কানাডা, মিলবে স্থায়ীভাবে থাকার সুযোগ
ইত্যাদি পার্টি, মুসকিল লীগ, গরীব পার্টি ইসির নিবন্ধন চায়
প্রবাসে মারা গেলে সরকারিভাবে মরদেহ আনবেন যেভাবে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post