প্রথমবারের মতো মহাকাশে যাওয়ার জন্য তৈরি ওমানের স্যাটেলাইট। দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে আরেকধাপ এগিয়েছে ওমান। এতে করে এই বছরের শেষে অর্থাৎ আগামী মাসের মধ্যেই স্যাটেলাইট উৎক্ষেপণ করা যাবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। গত পহেলা নভেম্বর ওমানের প্রথম স্যাটেলাইট ‘আমান’ সফলভাবে উৎক্ষেপণ রকেটের সঙ্গে যুক্ত করা হয়েছে। যুক্তরাজ্যের কর্ণওয়েলের নিউকয় থেকে লো আর্থ কক্ষপথে এটিকে উৎক্ষেপণ করা হবে। স্যাটেলাইট ইন্টিগ্রেশন ওমানের প্রথম মহাকাশ অভিযানের লক্ষ্য পূরণের একটি বড় পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে।
প্রকল্পটি ওমান ভিশন ২০৪০ এর অংশ, যা অর্থনৈতিক প্রতিযোগিতা এবং সামাজিক কল্যাণকে উৎসাহিত করা, প্রবৃদ্ধি বাড়ানো এবং সমস্ত অর্থনৈতিক, সামাজিক ও উন্নয়নমূলক সম্পর্কের প্রতি আস্থা গড়ে তোলার লক্ষ্যে একটি জাতীয় কর্মসূচি। ওমানের মহাকাশ অভিযান পরিচালনায় সহায়তা দিচ্ছে ওমানের স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাটকো, যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় স্যাটেলাইট উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান ভার্জিন অরবিট এবং উন্নত ন্যানোস্যাটেলাইট প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যাটরেভ। তাদের যৌথ উদ্যোগ যুক্তরাজ্যের নিউকয় এয়ারপোর্টে ওমানের প্রথম স্যাটেলাইট মহাকাশযানে সংযুক্ত করার কাজ শেষ হয়েছে ইতোমধ্যে।
ভার্জিন অরবিট ইন্টিগ্রেশন টিম ওমানি উপগ্রহকে চূড়ান্তভাবে পরিষ্কার এবং চেকআউট দিয়ে শুরু করে রকেটে সংযুক্ত করার কাজ পরিচালনা করছে। অ্যাটকোর প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আজিজ বলেন স্যাটেলাইট ইন্টিগ্রেশন এ বছর প্রথম ওমানি মহাকাশযান মহাকাশে পাঠানোর পরিকল্পনায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। দেশের ইতিহাসে এই ধরনের প্রথম এই ধরনের প্রকল্পের সাক্ষী হতে পেরে আমরা আনন্দিত। আমরা এটি একটি চূড়ান্ত পর্যায়ে দেখার জন্য উন্মুখ হয়ে আছি, যা এই বছরের শেষের দিকে হবে যখন এটি লো আর্থ অরবিটে উৎক্ষেপণ করা হবে।
আরো পড়ুন:
সৌদি থেকে বাংলাদেশে এলো প্রবাসী হারুনের ‘লাশের টুকরো’
প্রায় ২০ লাখ পিস ইয়াবাসহ সৌদিতে বাংলাদেশিসহ গ্রেফতার ৯
১৪ লাখ কর্মী নিবে কানাডা, মিলবে স্থায়ীভাবে থাকার সুযোগ
ইত্যাদি পার্টি, মুসকিল লীগ, গরীব পার্টি ইসির নিবন্ধন চায়
প্রবাসে মারা গেলে সরকারিভাবে মরদেহ আনবেন যেভাবে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post