মৌসুমি সংক্রামক রোগ ইনফ্লুয়েঞ্জা নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়। ওমানব্যাপী মৌসুমি এই রোগ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে এই সতর্কতা জারি করে ওমান সরকার। আবহাওয়ার পরিবর্তনের কারণের এই রোগ ছড়াচ্ছে। একই সঙ্গে ইনফ্লুয়েঞ্জা নিয়ে আতংকিত না হওয়ারও পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত ব্যক্তির মাধ্যমে ছড়াতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজিজ কন্ট্রোল ও সারভেইল্যান্স বিষয়ক মহাপরিচালক ডাঃ সাইফ আল আব্রি জানান, করোনার নতুন কোন ধরনের উপস্থিতি এখনও আমরা পাইনি। আমাদের দেশে করোনার কোন নতুন ভ্যারিয়েন্ট নেই, যদিও কিছু ওমিক্রনের কেস এখনও রয়েছে। এসময় তিনি করোনা থেকে বাঁচতে যেসব সুরক্ষার প্রয়োজন তা প্রতিপালনের পরামর্শ দেন।
এছাড়া যাদের অন্যান্য জটিল রোগের কারণে ঝুঁকিতে আছেন কিংবা করোনার ভ্যাকসিন এখনও নেয়নি তাদেরকে দ্রুত ভ্যাকসিন নেয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন স্টকে থাকা সাপেক্ষে অন্যান্যদের নিয়ে নেওয়ার আহ্বান তিনি জানান। ইনফ্লুয়েঞ্জার এই ভ্যাকসিন বেসরকারিভাবে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাওয়া যাচ্ছে।
আরো পড়ুন:
ওমানে সিগারেট সেবনে নতুন নিষেধাজ্ঞা
নোয়াখালীতে ওমান প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
দীর্ঘমেয়াদী চুক্তিতে ওমান থেকে আনা হচ্ছে এলএনজি
বিদেশগামী কর্মীদের জন্য নতুন নিয়ম চালু করলো সরকার
সৌদিতে কর্মী পাঠাতে জটিলতা, নিতান্তই ভুল বোঝাবোঝি বললেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
