নিষেধাজ্ঞা অমান্য করে আরব সাগরের মাছ ধরার অপরাধে চার ওমানি নাগরিক ও ৩ প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির মৎস্য নিয়ন্ত্রণ দল কোস্ট গার্ড পুলিশ। ২৯ অক্টোবর তাদের গ্রেফতার করা হয় বলে জানা গেছে। এক বিবৃতিতে দেশটির কৃষি, মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে চিংড়ি মাছ শিকারের দায়ে ধোফার প্রদেশের রাখুত ও দিলকুত থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়।
এদিকে, অবৈধভাবে ওমানে অনুপ্রবেশের সময় ১৬ জন বিদেশী নাগরিককে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। আজ অনলাইনে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির উত্তর আল বাতিনাহ সীমান্ত এলাকা দিয়ে নৌকা চোরাচালানের মাধ্যমে ১৬ বিদেশী অনুপ্রবেশ করতে যাচ্ছিলো। এসময় তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত সবাই এশিয়ান নাগরিক বলে জানা গেছে। অন্যদিকে, বিপুল পরিমাণ মাদক সহ আরেক এশিয়ান নাগরিককে গ্রেফতার করার কথা জানিয়েছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫৬ কেজি গাজা, ১১ কেজি ক্রিস্টাল ড্রাগ ও এক হাজার ৫০ টি নেশা জাতীয় ট্যাবলেট জব্দ করে পুলিশ। তবে সে কোন দেশের নাগরিক বা নাম পরিচয় কিছুই জানায়নি পুলিশ।
আরো পড়ুন:
ওমানে সিগারেট সেবনে নতুন নিষেধাজ্ঞা
নোয়াখালীতে ওমান প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
দীর্ঘমেয়াদী চুক্তিতে ওমান থেকে আনা হচ্ছে এলএনজি
বিদেশগামী কর্মীদের জন্য নতুন নিয়ম চালু করলো সরকার
সৌদিতে কর্মী পাঠাতে জটিলতা, নিতান্তই ভুল বোঝাবোঝি বললেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post