কাতারে প্রবাসী বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে রাষ্ট্রদূত মোহাম্মদ জসিম উদ্দিনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ২২ অক্টোবর রাজধানী দোহা’র ক্রাউন প্লাজা হোটেলে বাংলাদেশ কমিউনিটি কাতারের সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকনের সভাপতিত্বে অনুষ্ঠান যৌথ পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আমিন রসুল সাইফুল ও সম্পাদক মণ্ডলীর সদস্য নুর মোহাম্মদ নুর। এসময় রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, কাতারে কূটনৈতিক সম্পর্ক জোরদারে কাজ করেছি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সবাইকে মুগ্ধ করেন কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম মাওলানা ইউছুফ নুর। এরপর নানা আয়োজন শেষে বিদায়ী রাষ্ট্রদূতকে মানপত্র ও সম্মাননা স্বারক প্রদান করেন সংগঠনের সম্পাদক মণ্ডলীর সদস্যরা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার দেওয়ান আমিরের ইতিহাস গবেষক ও বিশিষ্ট ইতিহাসবিদ ডক্টর হাবিবুর রহমান। এসময় বক্তারা গত দুইবছর রাষ্ট্রদূত জসিম উদ্দিনের নেতৃত্বে কাতারের সাথে বাংলাদেশের কুটনৈতিক সফলতার বিভিন্ন দিক তুলে ধরনের এবং পরবর্তী কর্মস্থল গন চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে সফলতা কামনা করেন।
এতে আরও উপস্থিত ছিলেন, দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন, দূতাবাসের লেবার মিনিস্টার ড. মোস্তাফিজুর রহমান, জসিম উদ্দিন দুলাল, মোহাম্মদ ইসমাইল মিয়াসহ দূতাবাসের কর্মকর্তা, কাতার বাংলা প্রেসক্লাব, বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা।
আরো পড়ুন:
ওমানে সিগারেট সেবনে নতুন নিষেধাজ্ঞা
নোয়াখালীতে ওমান প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
দীর্ঘমেয়াদী চুক্তিতে ওমান থেকে আনা হচ্ছে এলএনজি
বিদেশগামী কর্মীদের জন্য নতুন নিয়ম চালু করলো সরকার
সৌদিতে কর্মী পাঠাতে জটিলতা, নিতান্তই ভুল বোঝাবোঝি বললেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post