বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা এখন থেকে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি ছাড়াই বন্ড কিনতে পারবেন। তবে তাদের বৈধ পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট নম্বর হবে বন্ড কেনার ইউনিক আইডেনটিফিকেশন নম্বর। এতদিন এনআইডি ছাড়া বন্ড কিনতে পারতেন না প্রবাসীরা।
২৪ অক্টোবর এক সার্কুলারে সরকারের এ সিদ্ধান্তের কথা ব্যাংকগুলোকে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে পাসপোর্ট নম্বর দিয়ে এসব বন্ড কিনতে পারবেন প্রবাসীরা।
এর আগে গত বছরের ১৭ নভেম্বর অর্থমন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে ওই দুই ধরনের বন্ড কেনার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দেওয়া বিধান বাধ্যতামূলক করা হয়। জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে অনেক প্রবাসী বা বিদেশিরা এ বন্ডে বিনিয়োগ করতে পারছিলেন না। এদিকে দেশে রিজার্ভের সংকটের কারণে বৈদেশিক মুদ্রার জোগান বাড়াতে এসব বন্ডে বিনিয়োগ নীতিমালা শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।
আরো পড়ুন:
সম্পদের লোভে নিজের মা’কে মারলেন ওমান প্রবাসী
ওমানে নিখোঁজ ব্যক্তির সন্ধানে ৫ হাজার রিয়াল পুরষ্কার ঘোষণা
ওমানের ইবরিতে গাড়ি দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী নিহত
বিমানের ৫ কর্মকর্তাকে গ্রেপ্তার
দালালদের খপ্পরে পড়ে অপহরণের শিকার বাংলাদেশিরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post