মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে আজ (মঙ্গলবার) সূর্যগ্রহণ উপলক্ষে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এ উপলক্ষে দেশটির ৯০টি মসজিদে সূর্যগ্রহণের বিশেষ প্রার্থনার নামাজ অনুষ্ঠিত হবে। দুপুর ১টা ৩০ মিনিটে নামাজের আয়োজন করা হবে বলে জানিয়েছে দেশটির ধর্ম মন্ত্রণালয়। এছাড়া সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটে সূর্যগ্রহণ শুরু হয়ে দুপর ২টা ৩৫ মিনিটে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে এবং বিকেল ৩টা ৪৪ মিনিটে শেষ হবে। সূর্যগ্রহণের সময় এটি ৫৩.৪ শতাংশে পৌঁছাবে।
এদিকে, কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের চক্ষুবিদ্যা বিভাগের পরিচালক ড. আহমদ আল-ফৌদারি স্থানীয় নাগরিক ও প্রবাসীদের সতর্ক করে বলেছেন, সূর্যগ্রহণের সময় সূর্যের দিকে তাকালে দৃষ্টিশক্তির ক্ষতি হতে পারে। দীর্ঘক্ষণ সূর্যের দিকে তাকিয়ে থাকা ঠিক হবে না।
সূর্যগ্রহণ একটি মহাজাগতিক ঘটনা। সূর্য, চাঁদ ও পৃথিবী এমন ভাবে যদি এক সরলরেখায় চলে আসে,যাতে চাঁদের ছায়ায় সূর্য ঢাকা পড়ে যায়, তখন সূর্যগ্রহণ হয়। আবার পুরাণ অনুসারে রাহু সূর্যকে গিলে ফেললে গ্রহণের কবলে পড়ে সূর্য। আর রাহুর কাটা গলা ফাঁক দিয়ে সূর্য বেরিয়ে এলে তখন গ্রহণ কাটে। এই সূর্য ও চন্দ্রগ্রহণ নিয়ে আমাদের সমাজে অনেক কুসংস্কার আছে। ওই সময় খেতে নেই, তৈরি করা খাবার ফেলে দিতে হবে, গর্ভবতী মায়েরা এ সময় যা করেন, তার প্রভাব সন্তানের ওপর পড়ে, চন্দ্র বা সূর্যগ্রহণের সময় যদি গর্ভবতী নারী কিছু কাটাকাটি করেন, তাহলে গর্ভস্থ সন্তানের ক্ষতি হয় ইত্যাদি। যা সম্পূর্ণ ভুল বিশ্বাস।
এ ধরণের ভ্রান্ত ধারনার সাথে বিজ্ঞান এবং কুরআনের কোনো মিল নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক নওরীন আহসান বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘এসব ধারণার প্রায় সবগুলোই সম্পূর্ণ ভুল এবং এসবের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।’
এদিকে, ইসলাম ধর্ম মতে এ সময় কোনো নারীকে ঘুম বা পানাহার থেকে বারণ করা অন্যায়। ইসলামী শরিয়াহ ও বাস্তবতার সঙ্গে এগুলোর কোনো মিল নেই। জাহেলি যুগেও এ ধরনের কিছু ধারণা ছিল। সেকালে মানুষ ধারণা করত যে চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণ হলে অচিরেই দুর্যোগ বা দুর্ভিক্ষ হবে। চন্দ্র বা সূর্যগ্রহণ পৃথিবীতে কোনো মহাপুরুষের জন্ম বা মৃত্যুর বার্তাও বহন করে বলে তারা মনে করত। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) সেগুলোকে ভ্রান্ত ধারণা হিসেবে আখ্যায়িত করে প্রত্যাখ্যান করেছেন। রাসুল (সা.) বলেছেন, ‘সূর্য ও চন্দ্র আল্লাহর অন্যতম দুটি নিদর্শন। এগুলো কারো মৃত্যু কিংবা জন্মের জন্য ‘গ্রহণ’ হয় না, অতএব তোমরা যখন তা দেখবে তখন আল্লাহর কাছে দোয়া করবে, তাকবির বলবে, সালাত আদায় করবে এবং সদকা করবে।’ (সহিহ বুখারি, হাদিস নং: ১০৪০)
আরো পড়ুন:
সম্পদের লোভে নিজের মা’কে মারলেন ওমান প্রবাসী
ওমানে নিখোঁজ ব্যক্তির সন্ধানে ৫ হাজার রিয়াল পুরষ্কার ঘোষণা
ওমানের ইবরিতে গাড়ি দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী নিহত
বিমানের ৫ কর্মকর্তাকে গ্রেপ্তার
দালালদের খপ্পরে পড়ে অপহরণের শিকার বাংলাদেশিরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post