ডলারের বিপরীতে প্রবাসী আয় বা রেমিট্যান্সের নতুন দাম নির্ধারণ করেছে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো। দেশে রেমিট্যান্স আনার ক্ষেত্রে ডলারের বিনিময়মূল্য আরও ৫০ পয়সা কমানো হয়েছে। ২৩ অক্টোবর ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) শীর্ষ নেতারা এক সভায় নতুন এ সিদ্ধান্ত নেন। সভায় নেওয়া সিদ্ধান্ত মতে, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের বিপরীতে ডলার কেনার সর্বোচ্চ দাম আরও ৫০ পয়সা কমিয়ে ১০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে রপ্তানি বিল নগদায়নের ক্ষেত্রে ডলারের দাম ৫০ পয়সা বাড়িয়ে ৯৯ টাকা ৫০ পয়সা করা হয়েছে।
এছাড়াও রেমিট্যান্স সংগ্রহে ইউরো থেকে টাকায় কনভার্সন রেট নির্ধারণ করার ক্ষেত্রে ডলার থেকে ইউরো কনভার্সন রেটের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্যও ব্যাংকগুলোকে বলা হয়েছে। কিছু ব্যাংক ইউরো থেকে টাকায় কনভার্সনের ক্ষেত্রে দাম বেশি দেওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। প্রবাসী আয় ও রপ্তানি আয়ে ডলারের দুই ধরনের দাম বেঁধে দেওয়ার কারণেও প্রবাসী আয় আসার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পরতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুদ এখন ৩ হাজার ৫০০ কোটি মার্কিন ডলারের কাছাকাছি। এ অর্থ দিয়ে চার মাসের আমদানি দায় মেটানো যাবে। এর আগে, গত ২৬ সেপ্টেম্বর রেমিট্যান্সের বিপরীতে ডলারের দাম ১০৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছিল। আর রপ্তানি বিলের ক্ষেত্রে ডলারের দাম ছিল সর্বোচ্চ ৯৯ টাকা। নতুন এই সিদ্ধান্তের ফলে রেমিট্যান্সে ধ্বস নামতে পারে এমন আশঙ্কা করছেন অনেকেই।
আরো পড়ুন:
সম্পদের লোভে নিজের মা’কে মারলেন ওমান প্রবাসী
ওমানে নিখোঁজ ব্যক্তির সন্ধানে ৫ হাজার রিয়াল পুরষ্কার ঘোষণা
ওমানের ইবরিতে গাড়ি দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী নিহত
বিমানের ৫ কর্মকর্তাকে গ্রেপ্তার
দালালদের খপ্পরে পড়ে অপহরণের শিকার বাংলাদেশিরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post