ইউরোপ থেকে দেশে ঢাকা বিমানবন্দর থেকে গাড়ি নিয়ে ফেনীর নিজ বাড়ি যাওয়ার পথে মহাসড়কে ডাকাতের কবলে পড়েন এক প্রবাসী। শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজি এলাকায় এ ঘটনা ঘটে। ডাকতরা উক্ত প্রবাসীর গাড়ি থামিয়ে ডাকাতি করছিল এমন সময় পুলিশ এসে উদ্ধার করে।
সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, ডেনমার্ক প্রবাসী ওই তরুণ ঢাকা থেকে ফেনীর নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় ওত পেতে ছিল ডাকাতদলের ৬ সক্রিয় সদস্য। তারা পথে রড ফেলে ওই প্রবাসীর গাড়ির গতিরোধ করে। সদর দক্ষিণ থানার টহল পুলিশ ঘটনা আঁচ করতে পেরে ডাকাতদলকে ধাওয়া করে।
এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে। এতে সাব্বির ও রহিম নামে দুই ডাকাত সদস্য ও পুলিশের দুই সদস্য আহত হন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দলের বাকি সদস্যরা ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ফেলে পালিয়ে যায় বলে জানান তিনি।
এদিকে, শতভাগ নিরাপত্তার সাথে প্রবাসীদের গন্তব্যে পৌঁছে দিতে গাড়ি সেবা দিচ্ছে প্রবাসীর ট্যাক্সি লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান। যেখানে চালক মালিক ও যাত্রী সকলেই প্রবাসী। দেশের সর্বনিম্ন ভাড়ায় শুধুমাত্র প্রবাসীদের জন্য মর্যাদা পূর্ণ গাড়ি সেবা দেয় উক্ত কোম্পানি। সেইসাথে বিদেশগামী ও বিদেশফেরত প্রবাসীদের জন্য ঢাকায় মাত্র ৩০০ টাকায় এসি হোটেলে থাকার ব্যবস্থা করে প্রবাসীর ট্যাক্সি। স্ক্রিনে দেওয়া নাম্বারে (+880 1321-199022) যোগাযোগ করে যেকোনো প্রবাসী তাদের থেকে গাড়ি সেবা নিতে পারেন।
আরো পড়ুন:
সম্পদের লোভে নিজের মা’কে মারলেন ওমান প্রবাসী
ওমানে নিখোঁজ ব্যক্তির সন্ধানে ৫ হাজার রিয়াল পুরষ্কার ঘোষণা
ওমানের ইবরিতে গাড়ি দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী নিহত
বিমানের ৫ কর্মকর্তাকে গ্রেপ্তার
দালালদের খপ্পরে পড়ে অপহরণের শিকার বাংলাদেশিরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post