সম্পদের লোভে নিজের মা-কে মেরে রক্তাক্ত করেছেন জিয়াউল হক (হকসাব) নামে এক ওমান প্রবাসী। শুধু মা নয়, তার আপন ভাই ও ভাবি সহ ৪ জনকে মেরে এখন পলাতক হকসাব। জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে ফেনীর ছাগলনাইয়া উপজেলার পশ্চিম পাঠানগড়ে।
ষাটোর্ধ ছালেহা বেগম নিজের সন্তানের হাতে মার খেয়ে এখন এভাবেই বিছানায় পড়ে আছেন। তার গোটা শরীরে প্রায় ৬০ টি সেলাই রয়েছে। হাতের হাড্ডি ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে। বৃদ্ধ বয়সে এমন বড় অপারেশন করে এখন যন্ত্রণায় বিছানায় ছটফট করছেন তিনি। সম্পদের লোভে এভাবেই নিজের মা-কে মেরে রক্তাক্ত করেছেন জিয়াউল হক (হকসাব) নামে এক ওমান প্রবাসী। গত ১৪ই অক্টোবর (শুক্রবার) সকাল সাড়ে ৮টার দিকে নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে আপন ভাই ও মায়ের উপর হামলা করে বড় ভাই হক সাব এবং ছোটভাই মানিক। তার সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৪জন গুরুতর আহত হয়। গুরুতর আহত মোঃ মহসিনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং বাকী ৩জনকে ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
হাসপাতাল ও ঘটনার প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা যায়, বাড়ীর জায়গা নিয়ে রফিক মাস্টারের ছেলে মহসিন (৩৩) এর সাথে বড়ভাই জিয়াউল হক (হকসাব) ও ওহিদ উল্যাহ মানিকের সাথে পূর্ব থেকে বিরোধ রয়েছে, এই বিষয়ে দুপক্ষের মধ্যে ছাগলনাইয়া থানায় মামলাও চলমান রয়েছে। বাড়ীর বাউন্ডারি ওয়াল নির্মাণকে কেন্দ্র করে শুক্রবার (১৪ অক্টোবর) সকালে দু’পক্ষের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে বহিরাগত সন্ত্রাসী নিয়ে হামলা চালায় হকসাব ও মানিকের নেতৃত্বে ১৫/১৬ জন সন্ত্রাসী।
দেশীয় অস্ত্র নিয়ে কুপিয়ে ও পিটিয়ে মহসিন (৩৩) তার স্ত্রী রুমা আক্তার (৩০) তার মা ছালেহা বেগম (৬০) ও শাশুড়ি সেলিনা বেগমকে হত্যার চেষ্টা চালায়। গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীগণ এ ঘটনায় মামলার ৮ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা মুহাম্মাদ রমজান আলি প্রবাস টাইমকে বলেন, ‘আসামীদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। মা বাবার গায়ে হাত তুললে এমন সন্তানদের বিরুদ্ধে কোনো অভিযোগ আমার কাছে আসলে, আমি নিজের দিকে দেখিনা, আমি তাদের শাস্তি নিশ্চিত করতে আমার সর্বোচ্চটা-ই করি।
এদিকে, ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন আসামীরা। এমন চাঞ্চল্যকর একটি ঘটনায় এখন পর্যন্ত কোনো গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসীরা। ওমান থেকে একাধিক প্রবাসী জানিয়েছেন, নিজের মা’কে যে সন্তান মারতে পারে, তার চেয়ে ভয়ঙ্কর সন্তান পৃথিবীতে আর হতে পারেনা। এমন কুলাঙ্গার সন্তানের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছেন ওমান প্রবাসীরা।
আরো পড়ুন:
বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় সৌদি মন্ত্রী
আমিরাতে ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগে আগ্রহী হচ্ছেন প্রবাসীরা
কুয়েতে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে নির্বাচিত তিন
পায়ুপথে স্বর্ণ এনে বিমানবন্দরে দুই প্রবাসী গ্রেফতার
ওমান থেকে বিমানের ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে শতাধিক প্রবাসী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post