হোয়াটসঅ্যাপে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ব্যবহারকারীদের মোবাইল ফোনে ভয়ংকর ম্যালওয়্যার ছড়াচ্ছে ‘ইয়ো হোয়াটসঅ্যাপ’ নামে একটি অ্যাপ। ভুয়া হোয়াটসঅ্যাপটি গুগলের নিরাপত্তা ব্যবস্থার চোখ এড়িয়ে প্লে স্টোরে জায়গা করে নেয়ায় অনেকেই হোয়াটসঅ্যাপের নতুন সংস্করণ ভেবে নামিয়ে ব্যবহার করেন। ম্যালওয়্যারযুক্ত ক্ষতিকর এ অ্যাপের সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি।
ক্যাসপারস্কির তথ্যমতে, ভুয়া হোয়াটসঅ্যাপটি নামালেই ব্যবহারকারীদের কম্পিউটার বা মোবাইল ফোনে ম্যালওয়্যার প্রবেশ করে। ফোলে, ব্যবহারকারীদের অ্যাকাউন্ট থেকে তথ্য চুরি করার পাশাপাশি অর্থের বিনিময়ে বিভিন্ন সেবা ব্যবহারের নিবন্ধন করতে পারে। এমনকি বিভিন্ন সেবা ব্যবহারের জন্য অর্থও পরিশোধ করে। শুধু তাই নয়, ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণও চলে যায় সাইবার অপরাধীদের দখলে।
সাইবার বিশেষজ্ঞরা বলছেন, নকল এই ‘ইয়ো হোয়াটসঅ্যাপ’ দেখতে হুবহু আসল হোয়াটসঅ্যাপের মতই। আর তাই অনেকেই অ্যাপটিকে হোয়াটসঅ্যাপের নতুন সংস্করণ ভেবে ভুল করেন। ভুয়া হোয়াটসঅ্যাপ থেকে রক্ষা পেতে শুধু হোয়াটসঅ্যাপের অফিশিয়াল সংস্করণগুলো ব্যবহারের পরামর্শ দিয়েছে ক্যাসপারস্কি। ব্যবহারকারীদের মোবাইল ফোন থেকে অ্যাপটি দ্রুত মুছে ফেলারও অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।
আরো পড়ুন:
বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় সৌদি মন্ত্রী
আমিরাতে ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগে আগ্রহী হচ্ছেন প্রবাসীরা
কুয়েতে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে নির্বাচিত তিন
পায়ুপথে স্বর্ণ এনে বিমানবন্দরে দুই প্রবাসী গ্রেফতার
ওমান থেকে বিমানের ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে শতাধিক প্রবাসী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post