রেমিট্যান্সের গতি ফেরাতে সরকারের তরফ থেকে নানা উদ্যোগ নেওয়া হলেও মিলছেনা সুফল। ডলারের রেট বৃদ্ধি, হুন্ডির বিরুদ্ধে অভিযান সহ বেশকিছু পদক্ষেপ নিয়েও বাড়ছে না প্রবাসী আয়। নানা পদক্ষেপ নেওয়ার পরও চলতি মাসের প্রথম ১৩ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৭৭ কোটি মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৮ হাজার ১৬২ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, প্রবাসীরা যেভাবে রেমিট্যান্স পাঠাচ্ছেন এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়াবে ১৭৭ কোটি ডলার।
রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বিভিন্ন ছাড় দেওয়ার পরও রেমিট্যান্সে গতি কম দেখা যাচ্ছে। ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে ১৫৪ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এই অংক গত ৭ মাসের মধ্যে সর্বনিম্ন। যদিও অর্থবছরের প্রথম দুই মাসে ২ বিলিয়ন ডলারেরও বেশি পরিমাণের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। আগস্ট মাসে আসে ২০৩ কোটি ৭৮ লাখ ডলার। আর জুলাইয়ে আসে ২০৯ কোটি ৬৩ লাখ ডলার।
প্রবাসীরা বলছেন, বিমানবন্দরে হয়রানি বন্ধ, দূতাবাসের সেবায় ইতিবাচক পরিবর্তন এবং পাসপোর্ট সহ দেশের সকল ক্ষেত্রে প্রবাসীদের মর্যাদা প্রতিষ্ঠিত করা হলে বৈধ পথে রেমিট্যান্স বৃদ্ধি পাবে। অন্যথায় নিরব প্রতিবাদ স্বরূপ তারা অবৈধ চ্যানেলের মাধ্যমে দেশে টাকা পাঠাবেন। এমতাবস্থায় প্রবাসীদের এইসব দাবী সরকারের পক্ষথেকে দ্রুত মেনে নিয়ে তা বাস্তবায়নের দাবী জানিয়েছেন প্রবাসীরা।
আরো পড়ুন:
বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় সৌদি মন্ত্রী
আমিরাতে ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগে আগ্রহী হচ্ছেন প্রবাসীরা
কুয়েতে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে নির্বাচিত তিন
পায়ুপথে স্বর্ণ এনে বিমানবন্দরে দুই প্রবাসী গ্রেফতার
ওমান থেকে বিমানের ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে শতাধিক প্রবাসী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post