ভাগ্য বদলের আশায় সৌদি আরব যেয়ে এখন ভাগ্যের চাকায় পিষ্ট হওয়ার উপক্রম এক হতভাগা প্রবাসীর জীবনে। বেঁচে আছেন না মারা গেছেন জানেনা তার পরিবার। গত ৭ অক্টোবর থেকে নিখোঁজ আছেন মুহাম্মদ সাব্বির হোসেন নামে এক বাংলাদেশি যুবক। স্থানীয় প্রবাসীদের সূত্রে জানাগেছে, জীবিকার তাগিদে গত রমজান মাসে সৌদি যান সাব্বির (২৪)। রাজধানী রিয়াদের হায়েল ফোয়াস এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন তিনি। তবে মাসখানেক আগে তিনি মানসিক সমস্যার কারণে কোম্পানিতে কাজে যাওয়া বন্ধ করে দেন। এদিকে কোম্পানিতে না যাওয়ায় সৌদি কোম্পানি তার নামে পলাতক কর্মী হিসেবে লিপিবদ্ধ করে।
মানসিক রোগী উক্ত প্রবাসীর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার হাশারা ইউনিয়নের শেখের নগর লাস্করপুর গ্রামে। মানসিক সমস্যার কারণে তাকে দেশে পাঠানোর প্রস্তুতি চলছে। এরইমধ্যে গত ৭ অক্টোবর রুম থেকে বের হয়ে যান তিনি। এর পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর আগেও একবার তিনি রুম থেকে বেরিয়ে যান এবং পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করে তাকে বের করা হয়। তবে এবার বেশ কিছুদিন হয়ে গেলেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। এমতাবস্থায় কোন প্রবাসী তার খোঁজ পেলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।
যোগাযোগের ঠিকানা: সাব্বির হোসেন- ০৫৩৫৬৫১৪৫৮ দেশের নম্বর : ০১৭১০৮২৫২৫৫
আরো পড়ুন:
বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় সৌদি মন্ত্রী
আমিরাতে ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগে আগ্রহী হচ্ছেন প্রবাসীরা
কুয়েতে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে নির্বাচিত তিন
পায়ুপথে স্বর্ণ এনে বিমানবন্দরে দুই প্রবাসী গ্রেফতার
ওমান থেকে বিমানের ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে শতাধিক প্রবাসী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post