সৌদি আরবের উত্তর সীমান্ত এলাকায় প্রকাশ্যে ভিক্ষার করার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। সম্প্রতি দেশটির ট্র্যাফিক সিগনালে গাড়ি থামলে চালকদের কাছ থেকে সরাসরি ভিক্ষা করার সময় একজন সৌদি নাগরিক ও একজন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়। অপরদিকে সৌদির নিরাপত্তা কর্তৃপক্ষ কয়েকজন বাংলাদেশী নাগরিকদের উপর নজরদারি করে, যখন তারা এই অঞ্চলের রাস্তায় গাড়ি চালকদের কাছ থেকে পরোক্ষভাবে ভিক্ষাবৃত্তি করছিল।
পরবর্তীতে তাদের দুজনকে সৌদি পুলিশ গ্রেপ্তার করে। জানা যায়, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন রাস্তাঘাটে ও পাবলিক প্লেসে ভিক্ষাবৃত্তি করে আসছিল তারা। তবে বাংলাদেশি আটককৃতদের বাড়ি কোথায় বা তারা সৌদিতে কি ভিসায় গিয়েছিলো তা কিছুই জানায়নি সৌদি পুলিশ। এর আগে ভিক্ষাবৃত্তি বন্ধে কঠোর আইন পাস করেছিলো সৌদি। আইনে বলা হয়েছিলো, কেউ ভিক্ষা করলে তার ১ বছর পর্যন্ত জেল ও ১ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে।
আরো পড়ুন:
বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় সৌদি মন্ত্রী
আমিরাতে ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগে আগ্রহী হচ্ছেন প্রবাসীরা
কুয়েতে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে নির্বাচিত তিন
পায়ুপথে স্বর্ণ এনে বিমানবন্দরে দুই প্রবাসী গ্রেফতার
ওমান থেকে বিমানের ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে শতাধিক প্রবাসী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post