কুয়েতে ১১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় চূড়ান্ত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন তিন বাংলাদেশি হাফেজ। ১১৭টি দেশের সঙ্গে প্রতিযোগিতায় লড়বেন হাফেজ তাওহিদুল ইসলাম ও হাফেজ আবু রাহাত এবং ক্বারি আবু সালেহ মুসা। আগামী ১৯ অক্টোবর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
অনূর্ধ্ব ১৩ বছরের গ্রুপে সিরাজগঞ্জের হাফেজ আবু রাহাত, অনূর্ধ্ব ৩৫ বছরের গ্রুপে কুমিল্লার হাফেজ তাওহিদ উবায়দুল্লাহ ও কেরাত প্রতিযোগিতায় অনূর্ধ্ব ৪৫ বছরের গ্রুপে ময়মনসিংহ জেলার কারী আবু সালেহ মুসা লড়ছেন। প্রতিযোগী এই ৩ হাফেজে কুরআন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ইতিপূর্বেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি হাফেজরা আন্তর্জাতিক পুরষ্কার অর্জন করেছেন। বিদেশের মাটিতে দেশের সুনাম উজ্জ্বল করেছেন এই বাংলাদেশি কুরআনের পাখিরা। পূর্বের ন্যায় এবারও বিজয়ের মালা ছিনিয়ে আনবেন এমন প্রত্যাশার কথা জানালেন মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক শায়েখ নেছার আহমাদ আন নাছিরী।
বাংলাদেশি এই কুরআনের মেহমানদের সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন প্রবাসীরা। সেইসাথে কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামানও তাদের নিয়মিত খোঁজখবর রাখছেন। আগামী ১৭ অক্টোবর ফাইনাল রাউন্ডে বিজয় অর্জন করবে এমনটাই প্রত্যাশা সকলের।
আরো পড়ুন:
প্রবাসীদের বেতন নিয়ে পালিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সাইফুল
বিশ্বকাপ ঘিরে জমজমাট বাংলাদেশীদের ট্যুরিজম ব্যবসা
সংকটেও সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে যে জেলায়
শ্বশুরের মৃত্যু, শোক সইতে না পেরে না ফেরার দেশে ওমান প্রবাসীর স্ত্রী
থামছেনা মানব পাচার, নিরাপদ রুট এখন মধ্যপ্রাচ্যে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post