নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ইতালিপ্রবাসী যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দিনেশগঞ্জ এলাকায় নোয়াখালী-ফেনী জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম মোহাম্মদ ইউসুফ (৩০)। তিনি উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গাজি বাড়ির নজরুল আমিনের ছেলে। তিনি একজন ইতালিপ্রবাসী। মাসখানেক আগে ছুটিতে দেশে এসেছিলেন। আগামী মাসে তার ইতালিতে ফিরে যাওয়ার কথা ছিল।
ইউসুফের বন্ধু ব্যবসায়ী নিজাম উদ্দিন বলেন, বৃহস্পতিবার সকালে ইউসুফ বেগমগঞ্জের নরোত্তমপুর ইউনিয়নের গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী সেনবাগ উপজেলায় যান। সেখান থেকে মোটরসাইকেল নিয়ে বেগমগঞ্জের চৌমুহনীর দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি দিনেশগঞ্জে পৌঁছালে বিপরীত দিক হতে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়েন ইউসুফ। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, দুপুরের পর তাঁরা ঘটনাটি জেনেছেন। দুর্ঘটনার পর স্বজনেরা হাসপাতাল থেকে লাশ বাড়িতে নিয়ে গেছেন। তাঁরা খবর পাওয়ার পর হাইওয়ে পুলিশের এক কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়। মাইক্রোবাসটিকে শনাক্ত করা গেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তবে নিহত ব্যক্তির পরিবার এখনো কোনো অভিযোগ করেনি।
আরো পড়ুন:
প্রবাসীদের বেতন নিয়ে পালিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সাইফুল
বিশ্বকাপ ঘিরে জমজমাট বাংলাদেশীদের ট্যুরিজম ব্যবসা
সংকটেও সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে যে জেলায়
শ্বশুরের মৃত্যু, শোক সইতে না পেরে না ফেরার দেশে ওমান প্রবাসীর স্ত্রী
থামছেনা মানব পাচার, নিরাপদ রুট এখন মধ্যপ্রাচ্যে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post