কুয়েত ধর্ম মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন হাফেজ তাওহিদুল ইসলাম ও হাফেজ আবু রাহাত। ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ১৯ অক্টোবর পর্যন্ত।
এতে অংশ নিয়েছেন বিশ্বের ১১৮ টি দেশের শিক্ষার্থীরা। এর আগে ১২ অক্টোবর কুয়েতের ধর্মমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন। চলতি বছরের জানুয়ারিতে ইসলামিক ফাউন্ডেশনের বাছাইপর্বে তারা কুয়েতের জন্য বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়। দুটি ভিন্ন ভিন্ন গ্রুপে চলবে এ প্রতিযোগিতা। ছোট গ্রুপ থেকে প্রতিনিধিত্ব করবে হাফেজ আবু রাহাত ও বড় গ্রুপ থেকে প্রতিনিধিত্ব করবে হাফেজ তাওহিদুল ইসলাম ।
আরো পড়ুন:
প্রবাসীদের বেতন নিয়ে পালিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সাইফুল
বিশ্বকাপ ঘিরে জমজমাট বাংলাদেশীদের ট্যুরিজম ব্যবসা
সংকটেও সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে যে জেলায়
শ্বশুরের মৃত্যু, শোক সইতে না পেরে না ফেরার দেশে ওমান প্রবাসীর স্ত্রী
থামছেনা মানব পাচার, নিরাপদ রুট এখন মধ্যপ্রাচ্যে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post