সৌদি আরবের আছির প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে আলম নামে এক প্রবাসী। ১১ অক্টোবর দেশটির স্থানীয় সময় বিকাল ৪টার দিকে মাখাইল আল বিরিক নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। প্রবাসী মোহাম্মদ আলম এর বাড়ি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার ভূমিরখীল গ্রামে। তার বাবার নাম আলী আহমেদ।
ঘটনাস্থল থেকে মোহাম্মদ মহিউদ্দিন নামে এক প্রবাসী জানান, নিহত উক্ত প্রবাসী মাহেল সানাইয়া এলাকায় এলুমেনিয়ামের কাজ করতেন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে আল বিরিক নামক জায়গায় এক সৌদির ঘরের পরিমাপ করতে গিয়েছিলেন। বিকালে সেখান থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে তিনি ঘটনাস্থলেই মারা যান। তার লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। আলমের সংসারে স্ত্রী ও তিন কন্যা সন্তান রয়েছে।
আরো পড়ুন:
প্রবাসীদের বেতন নিয়ে পালিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সাইফুল
বিশ্বকাপ ঘিরে জমজমাট বাংলাদেশীদের ট্যুরিজম ব্যবসা
সংকটেও সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে যে জেলায়
শ্বশুরের মৃত্যু, শোক সইতে না পেরে না ফেরার দেশে ওমান প্রবাসীর স্ত্রী
থামছেনা মানব পাচার, নিরাপদ রুট এখন মধ্যপ্রাচ্যে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post