মানব পাচার’ একটি সামাজিক ব্যাধি। দেশ থেকে অন্তত ১৮টি রুটে মধ্যপ্রাচ্য ও ইউরোপে মানব পাচার করছে বিভিন্ন চক্র। মধ্যপ্রাচ্যের দেশ হয়ে ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছে অভিবাসী প্রত্যাশীরা। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্য ব্যবহারে করে ভূমধ্যসাগর দিয়ে যত মানুষ ইউরোপে প্রবেশ করার চেষ্টা করে, সেই তালিকার শীর্ষ দশে আছে বাংলাদেশের নাম।
সম্প্রতি মানব পাচার নিয়ে গণমাধ্যমে যেসব খবর বেরিয়েছে তা রীতিমতো শিউরে ওঠার মতো। মানবপাচারের শিকার হয়ে জীবিকার জন্য অবৈধ পথে সমুদ্র পাড়ি দিতে গিয়ে নির্মমতার শিকার হয়ে মৃত্যুমুখে পতিত হয়েছেন বহু মানুষ। পাচারকারীদের কাছে কক্সবাজার উপকূল অত্যন্ত জনপ্রিয় একটি পয়েন্ট। মানব পাচারকারীদের প্রাথমিক গন্তব্য থাইল্যান্ড,, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন মধ্যপ্রাচ্যরে দেশগুলো।
সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরিনের মতো দেশগুলোকে ব্যবহার করে অথবা বাংলাদেশ থেকে সরাসরি বিমানে ইরান ও তুরস্ক সেখান থেকে গ্রিসে প্রবেশ করানো হয়। ভুক্তভোগীরা জানান, তুরস্ক থেকে গ্রিসে প্রবেশের ক্ষেত্রে প্রতি বার ব্যর্থ হলে আলাদা টাকা দিতে হয়। অনেক অভিবাসীই এজিয়ান সাগরে প্রাণ হারান।
প্রচলিত মানব পাচার প্রতিরোধ ও দমন আইনটি পুরোপুরি কার্যকর না হওয়ায় মানব পাচারের এমন ঘটনাগুলো ঘটছে বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। তাদের মতে, ২০১২ সালে সরকার মানব পাচার প্রতিরোধ ও দমন আইন প্রণয়ন করে। এ আইনে মানব পাচারের সবোর্চ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। কিন্তু আইন থাকাই যথেষ্ট নয়। আইনের প্রয়োগই বেশি গুরুত্বপূর্ণ। আইনের প্রয়োগ প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদের সদিচ্ছা ও সক্রিয় ভূমিকাকে পাশ কাটিয়ে কোনো আইনের সুফল পাওয়া সম্ভব না।
অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির তথ্য মতে, সারাদেশের অন্তত ১৫ জেলায় মানব পাচারের নেটওয়ার্ক বিস্তৃত। মানব পাচারের সঙ্গে জড়িত দেশী-বিদেশী ১৮ চক্র। এর মধ্যে দেশের ভেতরে ১৪ চক্রের সদস্য সংখ্যা তিন শতাধিক সক্রিয়। ভূমধ্যসাগর পাড়ি দেয়ানোর জন্য লিবিয়ায় সক্রিয় আছে আরও চার চক্র। এই ১৮ চক্র মিলে লিবিয়া হয়ে ইতালি-ইউরোপে মানব পাচার করছে দেশী-বিদেশী মানব পাচারকারী চক্র
আরো পড়ুন:
কুরআনের একটি আয়াত বদলে দিলো জাপানি বিজ্ঞানীর জীবন
মালয়েশিয়ায় প্রবাসীকে অপহরণ: বরগুনা থেকে র্যাবের হাতে গ্রেপ্তার ১
প্রবাসীদের জন্য সুখবর দিল ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়
সৌন্দর্যের লীলাভূমি ওমানের জাবাল ইত্তিন পাহাড়
বিমানের আবর্জনার ঝুড়ি থেকে ৩০ টি স্বর্ণের বার উদ্ধার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post