কুয়ালালামপুর-ঢাকা রুটে চলাচলকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিলম্ব হচ্ছে প্রতিদিন, ঘটছে যাত্রী বিড়ম্বনা। সিডিউল টাইমের অনেক পরে উড়ছে বিমানের ফ্লাইটগুলো। এতে সাধারণ ও কানেক্টিং ফ্লাইটের যাত্রীদের পড়তে হচ্ছে বিশাল সমস্যায়।
৭ অক্টোবর সময়মতো ফ্লাইট না ছাড়ায় চরম অনিশ্চয়তায় পড়েন কুয়ালালামপুর থেকে ঢাকাগামী প্রায় ৩ শতাধিক যাত্রী। কোনো প্রকার নোটিশ ছাড়াই ফ্লাইট বাতিল হওয়ায় অনিদ্রায়, অনাহারে এয়ারপোর্টেই রাত কাটাতে হয় যাত্রীদের। ক্ষোভে যাত্রীরা বলছেন, বাংলাদেশ বিমান মানেই বিলম্ব আর বিড়ম্বনা।
বাংলাদেশ থেকে প্রতি সপ্তাহে ছেড়ে আসা ৭টি ফ্লাইট বিমান যা কেএলআইএ-১ এর টার্মিনাল ব্যবহার করে। অনুসন্ধানে জানা যায়, প্রতিদিন ঘটছে এমন ঘটনা। এছাড়া ঢাকার শাহজালাল বিমানবন্দরেও যাত্রীদের রয়েছে প্রচুর অভিযোগ। নিয়মিত ফ্লাইট বিলম্বের অভিযোগ পাওয়া যায় যাত্রীদের কাছ থেকে। বর্তমানে কুয়ালালামপুর থেকে ঢাকা রুটে এ সব অভিযোগের জন্য জনপ্রিয়তা হারাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আরো পড়ুন:
কুরআনের একটি আয়াত বদলে দিলো জাপানি বিজ্ঞানীর জীবন
মালয়েশিয়ায় প্রবাসীকে অপহরণ: বরগুনা থেকে র্যাবের হাতে গ্রেপ্তার ১
প্রবাসীদের জন্য সুখবর দিল ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়
সৌন্দর্যের লীলাভূমি ওমানের জাবাল ইত্তিন পাহাড়
বিমানের আবর্জনার ঝুড়ি থেকে ৩০ টি স্বর্ণের বার উদ্ধার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
