সময় যত ঘনিয়ে আসছে কাতার বিশ্বকাপের, ততই বাড়ছে ফুটবল বিশ্বকাপ নিয়ে উন্মাদনা ও আলোড়নের মাত্রা। আসন্ন বিশ্বকাপ ফুটবলকে ঘিরে উন্মাদনার শেষ নেই কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে। তবে এবার উন্মাদনা আরো বাড়িয়ে দিলেন এক বাংলাদেশি প্রবাসী। ফিফা সূত্রে জানাগেছে, বিশ্বকাপে ম্যাচ পরিচালনায় নিয়োজিত থাকবেন সারা বিশ্বের ৩৬ জন রেফারি, ৬৯ জন সহকারী রেফারি ও ২৪ জন ভিডিও ম্যাচ অফিসিয়াল। তাদের সঙ্গে সমন্বয়কারী হিসেবে কাজ করবেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের বালুগোট্টা গ্রামের ছেলে শিয়াকত আলী।
কর্মসূত্রে ২০১৩ সালে কাতারে পাড়ি জমান শিয়াকত আলী। সেখানে বার্সেলোনার একটি রেফারি অন্বেষণ কার্যক্রমে অংশ নিয়েই কপাল খুলে যায় তার। খেলাধুলার প্রতি ভালোবাসাই পাল্টে দিয়েছে শিয়াকত আলীর জীবন। সাধারণ একজন শ্রমিকের বদলে তিনি এখন মাঠের মানুষ। কাতারই শুধু নয়, দাপিয়ে বেড়াচ্ছেন অন্য আরব দেশও। খেলা পরিচালনার জন্য তিনি জর্ডান, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইন সফর করেছেন। সাবেক রেফারি মরহুম মনিরুল ইসলামের অনুরোধে ২০১৬ সালে বাংলাদেশে গিয়ে দুটি ম্যাচও পরিচালনা করেছিলেন শিয়াকত।
কাতার ফুটবল অ্যাসোসিয়েশনে শিয়াকতকে সবাই চেনে বাঙালি ‘কুরা হাকাম মোহাম্মদ শেখ আলী’ নামে। কুরা অর্থ ফুটবল, হাকাম অর্থ রেফারি। এই পরিচয়েই তিনি পরিচালনা করেছেন প্রায় দুই হাজার ফুটবল ম্যাচ। এর মধ্যে আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা ১৫০টি। শিয়াকতের দেওয়া তথ্য মতে, কাতার ফুটবলে দক্ষিণ এশিয়ার মধ্যে তিনিই একমাত্র বাংলাদেশি রেফারি। কাতারে বসেই বাংলাদেশ দলের দুটি খেলায় সহকারী রেফারির ভূমিকা পালন করেছেন। এবার বাংলাদেশ যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে উভয় ম্যাচেই তিনি ছিলেন পতাকা হাতে। ২০১৭ সালে কাতারে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলে কাতার-বাংলাদেশের ম্যাচে রেফারির প্যানেলে ছিলেন।
এছাড়াও তুর্কমেনিস্তান-কাতার, লেবানন-পাকিস্তান সিনিয়র জাতীয় দলের ফিফা প্রীতিম্যাচ ছাড়াও বয়সভিত্তিক বিভিন্ন দেশের ম্যাচের খেলা পরিচালনা করেছেন শিয়াকত। ক্লাবের বয়সভিত্তিক দলের মধ্যে এসি মিলান, রিয়াল ও অ্যাথলেটিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, বোকা জুনিয়র্স, এফসি ফ্রাঙ্কফুটের খেলা পরিচালনা করেছেন আলকাস আন্তর্জাতিক টুর্নামেন্টে। বিশ্বকাপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে গর্বিত শিয়াকত নিজেও।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post