অপহরণের দুদিন পর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা থেকে অপহৃত প্রবাসী হারুন শিকদারকে (৪৯) উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে রাঙ্গামাটি জেলার কাঁঠালতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া-রাউজান সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম বলেন, ‘ঘটনার পর থেকে অপহৃত প্রবাসীকে উদ্ধারে তৎপরতা শুরু করি। বলা যায় নিখোঁজ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে তাকে আমরা অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছি। শুক্রবার দুপুরেই পরিবারের সদস্যদের কাছে তাকে হস্তান্তর করেছি।’
পরিবার সূত্র জানায়, মঙ্গলবার (৪ অক্টোবর) রাত রাত ৮টার দিকে ঘর থেকে বের হওয়ার পর নিখোঁজ হন হারুন শিকদার। তিনি রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব সরফভাটা সিকদার পাড়া এলাকার আমিন শরীফের ছেলে। তিনি দুবাই প্রবাসী। কিছুদিন আগে দেশে এসেছিলেন। নিখোঁজের কয়েক ঘণ্টা পর তার পরিবারের মোবাইলে ফোনে একটি ভয়েস মেসেজ আসে।
যেখানে বলা হয়, হারুনকে মেরে ফেলবে। এরপর পরিবারের সদস্যরা মধ্যরাতে রাঙ্গুনিয়া থানায় সাধারণ ডায়েরি করেন করেন। বুধবার সকালে হারুনকে ফিরে পেতে টাকা দাবি করা হয়। অপহরণকারীদের চাহিদার ৫০ হাজার টাকা দেওয়ার পরও তারা মুক্তি দেয়নি। তারা আরও টাকা দাবি করে অন্যথায় মেরে ফেলার হুমকি দেওয়া হয়। রাঙামাটি কোতোয়ালি থানার ওসি কবির হোসেন বলেন, পুলিশের অভিযানে প্রবাসী হারুনকে উদ্ধার করা হয়। রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল এবং রাঙ্গুনিয়া থানা পুলিশ অভিযানে এলে আমরাও তাদের সহযোগিতা করি।
আরো পড়ুন:
কুরআনের একটি আয়াত বদলে দিলো জাপানি বিজ্ঞানীর জীবন
মালয়েশিয়ায় প্রবাসীকে অপহরণ: বরগুনা থেকে র্যাবের হাতে গ্রেপ্তার ১
প্রবাসীদের জন্য সুখবর দিল ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়
সৌন্দর্যের লীলাভূমি ওমানের জাবাল ইত্তিন পাহাড়
বিমানের আবর্জনার ঝুড়ি থেকে ৩০ টি স্বর্ণের বার উদ্ধার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post