টাঙ্গাইলের মালয়েশিয়া প্রবাসী সোহেল মিয়াকে (৩৯) অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে এ চক্রের দেশীয় এজেন্ট মো. নাসির উদ্দিনকে বরগুনা থেকে গ্রেফতার করেছে র্যাব-৮। সোমবার গভীর রাতে জেলার বামনার কুলপাটোয়া থেকে তাকে গ্রেফতার ও মুক্তিপণের ৫ লাখ টাকা উদ্ধার করে। পরে মঙ্গলবার ঘাটাইল থানায় সোপর্দ করা হয়েছে বলে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
র্যাব জানায়, ২৫ সেপ্টেম্বর রাত ৯টায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের তামিলযায়া এলাকা থেকে টাঙ্গাইলের ঘাটাইলের দক্ষিণ ধালাপাড় এলাকার প্রবাসী মো. সোহেল মিয়াকে (৩৯) অপহরণ করে দুর্বৃত্তরা। পরদিন রাতে মালয়েশিয়ার একটি ফোন নম্বর (০০৬০১৪৭২৩২৬২৪) থেকে অপহরণের শিকার সোহেল মিয়ার ভগ্নীপতি বিল্লাল হোসেনকে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ চায়। নইলে সোহেলকে হত্যা করা হবে বলে শাসানো হয়।
এ ঘটনায় বিল্লাল হোসেন ২৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের ঘাটাইল থানায় অভিযোগ দায়ের করেন এবং সোহেলের নিকটাত্মীয় মালয়েশিয়া প্রবাসী হাসেম আহমেদও মালয়েশিয়ার জহুরবারু সেলাতান থানায় (বালাই) আরেকটি অভিযোগ দায়ের করেন। পাশাপাশি বিষয়টি মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে জানানো হয়। ব্যাংক হিসাবটি বরিশালে হওয়ায় বিষয়টি তদন্তে নামে র্যাব-৮। তদন্তের একপর্যায়ে সোমবার অর্থাৎ ৩ অক্টোবর রাতে বরগুনার বামনা থেকে অপহরণকারী চক্রের অন্যতম দেশীয় হোতা নাসির উদ্দিনকে গ্রেফতার এবং মুক্তিপণের ৫ লাখ টাকা উদ্ধার করে র্যাব। এদিকে গতকাল বুধবার নাসিরকে আদালতে সোর্পদ করে ৭ দিনের রিমান্ড আবেদন করে ঘাটাইল থানা পুলিশ। আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আবারও রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে ঘাটাইল থানা পুলিশ।
আরো পড়ুন:
প্রথমবারের মতো মহাকাশে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে
ওমানে ৩ দিন যাবত নিখোঁজ এক নারী, সন্ধান চায় পুলিশ
দেশের পাসপোর্ট অফিসে সার্ভার জটিলতা, দুর্ভোগে হাজারো প্রবাসী
বিদ্যুৎ বিভ্রাটের কারণে ঢাকা বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম ব্যাহত
আমিরাতে অভিবাসন আইনের বড় সংস্কার, দক্ষ পেশাজীবীদের জন্য সুবর্ণ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post