মালয়েশিয়ায় শ্রমবাজার খুলে যাওয়ায় সারাদেশের পাসপোর্ট অফিসে ভিড় করছে অসংখ্য পাসপোর্ট প্রত্যাশীরা। প্রতিদিনই শত শত মানুষ নতুন পাসপোর্ট ও নবায়নের জন্য ভিড় জমাচ্ছেন। গত কয়েকদিনে সার্ভার জটিলতায় চরম দুর্ভোগ পোহাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সার্ভার জটিলতার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে ই-পাসপোর্ট নিয়েও। ২০২০ সালে দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয়ে চালু করে ই-পাসপোর্ট কার্যক্রম।
কিন্তু দীর্ঘ সময় পরও জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন, পূর্বের এমআরপি পাসপোর্টের নানা ভুলে আটকে যাচ্ছে ই-পাসপোর্ট। এই নিয়ে গ্রাহক পর্যায়ে অসন্তোষ দীর্ঘদিনের। অফিস কর্তৃপক্ষ বলছে, অনলাইনে পাসপোর্টের সার্ভারে প্রবেশ করতে না পারায় তারা কোন কাজ করতে পারেননি। এ কারণে আবেদনপত্র জমা দিতে আসা মানুষকে সারাদিন দীর্ঘ লাইনে দাড়িয়ে থেকেও দিন শেষে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে।
আরো পড়ুন:
ওমানে দ্রুত ছড়িয়ে পড়ছে ‘ব্রুসেলোসিস’, দেশজুড়ে আতঙ্ক
দক্ষতা যাচাইয়ে সৌদি-বাংলাদেশ চুক্তি সই
বিকল্প পদ্ধতিতে ১০ হাজার কর্মী যাচ্ছে মালয়েশিয়া
কালের সাক্ষী সুলতান সুলেমান আমলের মসজিদ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post