গত ৭ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স এসেছে সেপ্টেম্বরে। ফলে, রফতানি আয় ও রেমিট্যান্স কমায় চাপের মুখে দেশের অর্থনীতি। এমতাবস্থায় প্রবাসীদের প্রণোদনা বাড়ানোর পাশাপাশি জটিলতা কমোনার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। চলতি অর্থবছরে পরপর দুমাসে রেমিট্যান্স আসে প্রায় ৪০০ কোটি ডলারের বেশি। কিন্তু আশঙ্কা দেখা দিয়েছে সেপ্টেম্বরে। একক মাস হিসেবে প্রায় ৫০ কোটি ডলার কমে এ মাসে ১৫৪ কোটি ডলার রেমিট্যান্স আসে। এমন অবস্থায় ব্যাংকগুলো বলছে, প্রবাসীদের জীবনযাত্রার খরচ বেড়েছে। প্রণোদনা বাড়ালে ব্যাংকিং চ্যানেল ব্যবহার বাড়বে বলে মত তাদের।
এদিকে প্রবাসী আয় কমে যাওয়ার কারণ হিসেবে ডলারের রেট নিয়ে জটিলতার পাশাপাশি বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) কারসাজিকেও দায়ী করছেন অর্থনীতিবিদরা। একই সঙ্গে হুন্ডি কমাতে বিদেশে লেনদেন আরও সহজ করার পরামর্শ দেন তারা।
অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির বলেন, বাফেদার সঙ্গে আলোচনা করে ব্যাংক ডলারের যে বিনিময় রেট বেঁধে দিয়েছে, সেটির মাধ্যমে যে হারে রেমিট্যান্সের টাকা সংগ্রহ করা হচ্ছে, সেই বিনিময় মূল্য কিন্তু তেমন একটা পর্যালোচনা হচ্ছে না। হুন্ডি ব্যবসায়ীরা এর সুযোগ নিচ্ছেন। সুতরাং রেমিট্যান্সের বিনিময়মূল্য আবার পর্যালোচনা করতে হবে।
আরো পড়ুন:
ওমানে দ্রুত ছড়িয়ে পড়ছে ‘ব্রুসেলোসিস’, দেশজুড়ে আতঙ্ক
দক্ষতা যাচাইয়ে সৌদি-বাংলাদেশ চুক্তি সই
বিকল্প পদ্ধতিতে ১০ হাজার কর্মী যাচ্ছে মালয়েশিয়া
কালের সাক্ষী সুলতান সুলেমান আমলের মসজিদ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post