পরিবার প্রিয়জন ছেঁড়ে দূর প্রবাস থেকে রেমিট্যান্স পাঠিয়ে যেমনিভাবে দেশের অর্থনীতির চাকা সচল খেছেন প্রবাসীরা। ঠিক তেমনিভাবে বিদেশের মাটিতেও দেশের সুনাম উজ্জ্বল করছেন এই প্রবাসীরাই। সম্প্রতি দুবাইর একটি কার ওয়াশ ফ্যাক্টরিতে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা পেয়ে তা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন ইউসুফ লিটন এক প্রবাসী। সেইসাথে পেয়েছেন দুবাই পুলিশ থেকে সততার পুরষ্কার।
বিদেশের মাটিতে এমন কাজ করতে পেরে বেশ আনন্দিত লিটন। তার দেশের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামে। তার বাবার নাম আব্দুল গফফার। তিনি দুবাইয়ের স্বনামধন্য একটি কার ওয়াশ কোম্পানির ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।
এক সাক্ষাৎকারে লিটন বলেন, প্রতিদিনের ন্যায় কাজে গেলে ওইদিন তিনি ফ্যাক্টরিতে একটি ব্যাগের মধ্যে এক লাখ দিরহাম এবং কয়েকটি মোবাইল ফোন পান। এরপর তিনি মালিককে খুঁজে সবকিছু ফেরত দেন। পরবর্তীতে গত শুক্রবার অর্থাৎ ৩০ সেপ্টেম্বর ইউসুফ লিটনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন দুবাই পুলিশের ডিরেক্টর অব ক্রিমিনাল সিকিউরিটি সেক্টর মেজর জেনারেল মো. সুহাইল আল রশিদী।
এসময় আরও উপস্থিত ছিলেন ক্রিমিনাল সিকিউরিটি সেক্টরের ডেপুটি ডিরেক্টর মেজর জেনারেল মুসলিম আল আমিনি, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডাইরেক্টর মেজর রশিদ খালাফ আল দাহেরি, দুবাই ট্যুরিস্ট পুলিশ ডিপার্টমেন্টের প্রধান রশিদ মোহাম্মদ আল মুহাইরি। লিটনের এমন ভালো কাজের ফলে দুবাইর মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে মনে করছেন প্রবাসীরা।
আরো পড়ুন:
ওমানে দ্রুত ছড়িয়ে পড়ছে ‘ব্রুসেলোসিস’, দেশজুড়ে আতঙ্ক
দক্ষতা যাচাইয়ে সৌদি-বাংলাদেশ চুক্তি সই
বিকল্প পদ্ধতিতে ১০ হাজার কর্মী যাচ্ছে মালয়েশিয়া
কালের সাক্ষী সুলতান সুলেমান আমলের মসজিদ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post