দক্ষিণ আফ্রিকায় আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি-ডাকাতি, অপহরণ-হত্যাসহ নানা ধরনের অপরাধ। গেল ছয় মাসেই দেশটিতে অপহৃত হন ২০ জন বাংলাদেশি। এ ছাড়া অনেক প্রবাসী কোনো কারণ ছাড়াই নিপীড়নেরও শিকার হচ্ছেন। চরম আতঙ্কে দিন পার করছেন তখনই দক্ষিণ আফ্রিকাপ্রবাসী বাংলাদেশিরা পাশে দাড়িয়েছেন বাংলাদেশ পুলিশ।
সম্প্রতি দেশটিতে সফরে গেল বাংলাদেশ পুলিশের ডিআইজি মোঃ. মাহবুব আলমের নেতৃত্বে পাঁচ সদস্যদের প্রতিনিধিদল। মানব পাচার ও মানি লন্ডারিংয়ের দুটি মামলার তদন্তে তারা সেখানে যান। সফরে প্রিটোরিয়া, ডারবান ও কেপটাউনে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে তারা যোগ দেন মতবিনিময় সভায়। দেশটিতে লুটপাট, খুন, নির্যাতন বন্ধে সরকারের সহযোগিতার আশ্বাস দেন প্রতিনিধিদলের সদস্যরা।
ডিআইজি মোঃ. মাহবুব আলম বলেন, আমরা তাদের বিভিন্ন নির্দেশনা দিয়েছি। আইনগত পরামর্শ দিয়েছি। বাংলাদেশে তারা কীভাবে কাজ করতে পারে, এদেশে কীভাবে চলতে পারে; সেগুলোর ব্যবস্থা আমরা করেছি। দক্ষিণ আফ্রিকার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমরা একাধিক বৈঠক করেছি। দক্ষিণ আফ্রিকায় ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের আইনি সহায়তায় দেশটিতে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা আরও বাড়ানোর দাবি জানান প্রবাসীরা।
আরো পড়ুন:
ওমানে দ্রুত ছড়িয়ে পড়ছে ‘ব্রুসেলোসিস’, দেশজুড়ে আতঙ্ক
দক্ষতা যাচাইয়ে সৌদি-বাংলাদেশ চুক্তি সই
বিকল্প পদ্ধতিতে ১০ হাজার কর্মী যাচ্ছে মালয়েশিয়া
কালের সাক্ষী সুলতান সুলেমান আমলের মসজিদ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post