চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২২ দিনে দেশে ১২৬ কোটি ৫৪ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। প্রতি ডলার ১০৩ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৩ হাজার ৩৩ কোটি টাকা। তবে মাসের প্রথম সপ্তাহে যে হারে রেমিট্যান্স এসেছিল, সে তুলনায় দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে কিছুটা কমে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ৫২ কোটি ২৪ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে। আর দ্বিতীয় সপ্তাহে রেমিট্যান্স আসে ৪১ কোটি ২৭ লাখ ডলার।
তবে তৃতীয় সপ্তাহে প্রবাসীরা পাঠিয়েছেন মাত্র ২০ কোটি ৫৫ লাখ ডলার। রিজার্ভ সংকটে যখন টালমাটাল দেশের অবস্থায়, ঠিক সে সময়ে প্রবাসী আয় থেকে ভালো সাড়া মিলছে। সংকটের সময়ে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ৪১৩ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। অর্থাৎ প্রতি মাসে গড়ে ৪০৬ কোটি ডলারের বেশি এসেছে। তবে অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে এসে প্রবাসী আয় কমতে শুরু করেছে।
আরো পড়ুন:
আকর্ষণীয় বেতনে প্রবাসীর ট্যাক্সিতে চাকরির সুযোগ!
কুয়েতে প্রবাসী শ্রমিকদের জন্য চালু হচ্ছে নতুন নিয়ম
অপপ্রচারের জবাব দিতে প্রবাসীদের পাশে চান প্রধানমন্ত্রী
ফ্রি ভিসায় সৌদি যেয়ে মিলছে না কাজ, বিপাকে নতুন প্রবাসীরা
ওমানে প্রবাসী ক্যাম্প থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post