নিজস্ব গাড়ি দিয়ে অবৈধভাবে যাত্রী সেবা দেয়ার অভিযোগে ৬০ প্রবাসীকে দেশে ফেরত পাঠাবে কুয়েত সরকার। সম্প্রতি তাদের দেশটির বিমানবন্দর থেকে যাত্রী পরিবহন করার সময় গ্রেফতারকৃতদের অধিকাংশই বাংলাদেশি, ভারতীয় ও মিশরীয় প্রবাসী। তাদের নির্বাসন কেন্দ্রে রেফার করা হয়েছে। দেশটির তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহণ করছে।
স্থানীয় আরব টাইমসের সূত্র অনুযায়ী, বিমানবন্দরের প্রবেশ ও প্রস্থান থেকে অবৈধ ট্যাক্সি পরিষেবা দেওয়ার জন্য ট্র্যাফিক টহলদারদের মাধ্যমে তাদের পর্যবেক্ষণ করা হয়েছিল। এ নির্দেশনা সরাসরি এসেছে জেনারেল ট্রাফিক বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল ইউসেফ আল খাদ্দার কাছ থেকে। অন্যদিকে ট্যাক্সি চালকের লাইসেন্স নেই-এমন যানবাহন চালকদের কাছ থেকে প্রতারণা ও চাঁদাবাজির বিষয়ে যাত্রীদের কাছ থেকে অনেক অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
আরো পড়ুন:
আকর্ষণীয় বেতনে প্রবাসীর ট্যাক্সিতে চাকরির সুযোগ!
কুয়েতে প্রবাসী শ্রমিকদের জন্য চালু হচ্ছে নতুন নিয়ম
অপপ্রচারের জবাব দিতে প্রবাসীদের পাশে চান প্রধানমন্ত্রী
ফ্রি ভিসায় সৌদি যেয়ে মিলছে না কাজ, বিপাকে নতুন প্রবাসীরা
ওমানে প্রবাসী ক্যাম্প থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post