উন্নত জীবনের আশায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গিয়ে নানা সংকটে মানবেতর জীবন পার করেছেন কয়েক লাখ প্রবাসী বাংলাদেশী। বিশেষ করে সম্প্রতি দেশ থেকে যাওয়া প্রবাসীরা বিপাকে পড়েছেন সবচেয়ে বেশী। জানাগেছে, সৌদি আরব যাওয়ার পর অনেকের ইকামা হয়নি, কারো তিন মাসের ইকামা হওয়ার পর আর ইকামা নবায়ন হয়নি। সম্প্রতি আসা প্রবাসীদের বিপুল সংখ্যক প্রবাসীর ইকামার মেয়াদ না থাকায় বৈধ কাগজপত্র ছাড়াই বসবাস করছেন। আবার অনেকে বৈধ কাগজপত্র ছাড়াই লুকিয়ে কাজ করছেন। কেউ কেউ আবার ইকামার মেয়াদ বাড়াতে স্বদেশী দালালের খপ্পরে পড়ে হারিয়েছেন অর্থ।
এর মধ্যে প্রতিনিয়ত চেকপোস্ট বসিয়ে ইকামা চেক করছে সৌদি পুলিশ। ধরা পড়লেই জেল ও দেশে ফেরত পাঠানো হচ্ছে। জানা যায়, নতুন যারা আসতেছে তাদের ৮০ ভাগ বিপাকে পড়ছে। আগের মতো কাজ নেই, বেতনও কম। অর্ধেকের মতো মানুষ কাজ পাচ্ছে না। নির্মাণ শ্রমিকদের কাজ করতে হয় ১২ ঘণ্টার মতো। এমতাবস্থায় বাংলাদেশ থেকে সৌদিগামী নতুন প্রবাসীদের জেনেবুঝে এরপর সৌদি যেতে বলছেন বিশেষজ্ঞরা।
প্রবাসীরা বলছেন, সৌদি শ্রম আইনের জটিলতা, রিক্রুটিং অফিস এবং দালালদের অসহযোগিতার কারণে আকামা করতে না পারায় প্রতিদিনই অবৈধ হচ্ছেন অসংখ্য প্রবাসী। এ অবস্থায় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post