শুক্রবার মালদ্বীপে কর্মরত বাংলাদেশি শ্রমিক সাইদ শেখ হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। মালদ্বীপের রাজধানীতে একটি দোকানে কর্মরত ছিলেন তিনি। সাইদ শেখ প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার জন্য সকালে ঘুম থেকে উঠে তৈরি হচ্ছিলেন। এ সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। তখন তার রুমে থাকা সহকর্মীরা দেখতে পেয়ে তাকে দ্রুত মালদ্বীপের রাজধানীতে আইজিএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাইদ শেখ একজন অনিয়মিত কর্মী ছিলেন। তিনি ২০১৯ সালে ভাগ্য পরিবর্তনের জন্য মালদ্বীপে আসেন। সাইদ শেখ ছিলেন পরিবারের বেঁচে থাকার একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সাইদ শেখের বাড়ি ফেনীর সোনাগাজী থানার সাতবাড়িয়া গ্রামে। তার বাবার নাম আবদুল কাদের।
পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ হাইকমিশনারের সহযোগিতায় লাশ বাংলাদেশে পাঠানোর জন্য আকুল আবেদন জানানো হয়েছে। এদিকে সাইদ শেখের মৃত্যুতে মালদ্বীপের ফেনী জেলা উন্নয়ন পরিষদের পক্ষ থেকে শোক প্রকাশ এবং তার রুহের মাগফিরাত কামনা করেন সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post