ভালো বেতনে চাকরি বা ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে একটা চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এমন অভিযোগে কুমিল্লায় র্যাবের অভিযানে ইউরোপে মানবপাচার চক্রের মূল হোতা ও সাইপ্রাসের তালিকাভুক্ত অপরাধী সোহেল মজুমদারকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর রাতে জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকা অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সোহেল মজুমদার উরফে হাবিবুর রহমান, মো. জাকির হোসেন ও কাজী আবু নোমান৷
সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, ১০ সেপ্টেম্বর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী গ্রামের দুলাল মিয়া র্যাবের কাছে অভিযোগ করেন। তিনি বলেন, তাঁর ছোট ভাই সাইফুলকে ইউরোপে নেওয়ার কথা বলে জাকির কয়েক দফায় সাড়ে সাত লাখ টাকা হাতিয়ে নেন। সাইপ্রাস নিয়ে যাওয়ার কথা বলে দুবাই নিয়ে যায় এবং সেখানে নিয়ে একটি কক্ষে আটকে আরও চার লাখ টাকা হাতিয়ে নেন। পরে আরও তিন লাখ টাকা দাবি করেন।
র্যাব আরও জানায়, শুধু সাইপ্রাসে নিয়ে যাওয়া নয়, সাইপ্রাস থেকে ইউরোপে নিয়ে যাওয়ার জন্যও এই চক্র কাজ করছে৷ ২০১৯ সালে সাইপ্রাস সরকার আসামি সোহেল মজুমদাকে তালিকাভুক্ত অপরাধী হিসেবে চিহ্নিত করে এবং তাদের বিরুদ্ধে ভুয়া নথিপত্র, প্রতারণা ও মানি লন্ডারিং আইনে ৮টি অভিযোগ রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post