অবৈধভাবে হাঙ্গেরিতে অনুপ্রবেশের সময় রোমানিয়া-হাঙ্গেরির সীমান্তবর্তী এলাকা থেকে ৮২ অভিবাসীকে আটক করার তথ্য দিয়েছে রোমানিয়া সীমান্ত পুলিশ৷ অভিবাসীদের মধ্যে বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি, নেপালি ও আফগান নাগরিকরা রয়েছেন বলে জানিয়েছে বুখারেস্ট কর্তৃপক্ষ৷ ১৫ সেপ্টেম্বর সীমান্ত পুলিশ প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম অভিযানে স্থানীয় নাদলাক-২ সীমান্ত এলাকায় কুকুরের সাহায্যে একটি কার্গো আটক করে পুলিশ। এসময় গাড়ির ভেতর থেকে ৪৫ জন অভিবাসী করে উদ্ধার করা হয়। এরা সবাই বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয় ও নেপালি নাগরিক। জানা যায়, সবাই রোমানিয়া ছেড়ে ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছানোর চেষ্টা করছিলো৷ গাড়িটিতে একটি বাণিজ্যিক সংস্থার জন্য স্যানিটারি পণ্য এবং শস্য পরিবহণ করার কথা থাকলেও আইন ভঙ্গ করে পণ্যের পাশাপাশি মানবপাচার করছিল গাড়ির চালক৷
একই দিনে রোমানিয়া পুলিশ সীমান্ত এলাকায় ‘ডগ স্কোয়াড’ এর ইউনিট অভিযান পরিচালনা করে। এসময় টায়ার বোঝায়কারী ট্রাক থেকে ৩২ জন বাংলাদেশি ও নেপালি নাগরিককে খুঁজে পায় পুলিশ৷ পুলিশ জানায়, এই অভিবাসীদের কাছেও রোমানিয়ায় থাকার বৈধ নথি উদ্ধার করা হয়। সর্বশেষ তৃতীয় অভিযানে, একই সীমান্ত পয়েন্ট থেকে যুক্তরাজ্যের একটি কোম্পানির জন্য প্লাস্টিকের কাঁচামাল বহনকারী একটি ট্রাকে লুকিয়ে থাকা পাঁচজন নাগরিককে গ্রেপ্তার করা হয়৷ এই পাঁচজন পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিক এবং তারা রোমানিয়ায় রাজনৈতিক আশ্রয়প্রার্থী ছিলেন বলে জানা গেছে৷
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post