ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আসীন ও বিশ্বের প্রবীণতম রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ওমানের সুলতান হাইতাম বিন তারিক। রবিবার (১৮-সেপ্টেম্বর) সন্ধ্যায় লন্ডনের বাকিংহাম প্যালেসে নিজে উপস্থিত হয়ে এই শোক প্রকাশ করেন সুলতান। এসময় তিনি রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে রাজা তৃতীয় চার্লসের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেন। সেইসাথে তৃতীয় রাজা হিসেবে প্রিন্স অব ওয়েলস চার্লসকে অধিভুক্ত করায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এসময় সুলতানের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং পরম কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্রিটেনের নতুন রাজা। এসময় সুলতানের সঙ্গে ছিলেন রাজকীয় আদালতের দেওয়ান মন্ত্রী সাইয়্যেদ খালিদ বিন হিলাল আল বুসাইদি।
লক্ষ লক্ষ ফুল, হাজার হাজার পতাকায় জানানো শ্রদ্ধা নিয়ে বিদায় নিচ্ছেন ৭০ বছর ধরে ব্রিটিশ সাম্রাজ্য শাসন করা রানি দ্বিতীয় এলিজাবেথ। গত চারদিনে ওয়েস্টমিনস্টার হলে রাখা রানির কফিনে শ্রদ্ধা জানিয়েছেন অসংখ্য মানুষ। ৮ কিলোমিটার দীর্ঘ লম্বা লাইন, ২৪ ঘণ্টা ধরে অপেক্ষার প্রহর, সবই লেখা থাকবে ইতিহাসের পাতায়। আজ সোমবার স্থানীয় সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় বিকাল চারটায়) শুরু হবে রানির শেষকৃত্য। এ যাত্রায় শামিল হবেন প্রায় দুই হাজার অতিথি। ইতোমধ্যে লন্ডনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫শ বিদেশি অতিথি ও রাষ্ট্রপ্রধান। বাদ যাননি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
রানির শেষকৃত্যে লন্ডনে বিশ্বনেতাদের যে সমাবেশ ঘটছে, তা গত কয়েক দশকের মধ্যে যুক্তরাজ্যের কোথাও দেখা যায়নি। এই সমাবেশ ঘিরে ব্রিটেনের ইতিহাসের সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। বলা হচ্ছে নিরাপত্তার বলয় মাটির নিচে ম্যানহোল থেকে আকাশে বিস্তৃত করা হয়েছে। সকল রাজকীয় প্রথা মেনে সমাধিস্থ করা হবে রানিকে। স্বামী প্রিন্স ফিলিপের পাশের কবরেই শায়িত হবেন রানি দ্বিতীয় এলিজাবেথ।
আরো পড়ুন:
বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীসহ ৩ জনের মৃত্যু
দখলদার ইসরাইলের অনুরোধ প্রত্যাখ্যান করলো কাতার
সৌদি আরবে একদিনে দুই প্রবাসীর মৃত্যু
তিন মাসেও বিমানবন্দরে হারানো লাগেজ ফেরত পাননি প্রবাসীরা
ইয়াবা-অস্ত্র দিয়ে নিজের স্ত্রী-সন্তানকে ফাঁসানোর চেষ্টা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post