বিশ্ববাসীকে আনন্দের বার্তা দিয়েছে কাতার সরকার। আসন্ন ফুটবল বিশ্বকাপের টিকিটপ্রাপ্ত বা হায়া কার্ডধারী ব্যক্তি তার পছন্দের আরো তিনজনকে কাতারে নিয়ে আসতে পারবেন। এছাড়া কাতারের প্রতিবেশী আরো চারটি দেশের মাল্টিপল ফ্রি এন্ট্রি ভিসা নিয়ে প্রবেশের সুযোগ পাবেন। কাতারে ফিফা বিশ্বকাপ নিয়ে চলমান উৎসব আমেজের মধ্যে আনন্দের এমনই বার্তা দিয়েছে দেশটির সরকার। এ খবরের পর কাতারে ফিফা বিশ্বকাপে আরো বাড়তি আনন্দের মাত্রা বৃদ্ধি করল।
এই সুযোগে বলা হয়েছে, ২০২২ ফিফা বিশ্বকাপের টিকিট বা হায়া কার্ডধারী প্রাপ্তরা তার বন্ধু বা আত্মীয়স্বজন তিনজনকে কাতারে নিয়ে আসতে পারবেন যারা বিশ্বকাপের টিকিট পাননি। তবে তারা মাঠে বসে খেলা দেখা ছাড়া ফিফার অন্যান্য আনন্দ উৎসবে অংশ নিতে পারবেন। কাতার সরকারের ডেলিভারি অ্যান্ড লিগ্যাসি সংক্রান্ত সুপ্রিম কমিটির মহাপরিচালক ইঞ্জিনিয়ার ইয়াসির আল-জামাল এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এদিকে বিশ্বকাপ উপলক্ষে হায়া কার্ডধারীরা সৌদি আরব, দুবাই, জর্ডান ও ওমানের মাল্টিপল ফ্রি এন্ট্রি ভিসা পাবেন বলে ঘোষণা দিয়েছে দেশগুলোর সরকার।
আরো পড়ুন:
বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীসহ ৩ জনের মৃত্যু
দখলদার ইসরাইলের অনুরোধ প্রত্যাখ্যান করলো কাতার
সৌদি আরবে একদিনে দুই প্রবাসীর মৃত্যু
তিন মাসেও বিমানবন্দরে হারানো লাগেজ ফেরত পাননি প্রবাসীরা
ইয়াবা-অস্ত্র দিয়ে নিজের স্ত্রী-সন্তানকে ফাঁসানোর চেষ্টা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post