মধ্যপ্রাচ্যের সৌদি আরব দেশটিতে কর্মরত রয়েছে অসংখ্য বাংলাদেশি শ্রমিক, এদের মধ্যে অনেকেই দেশটির শ্রম আইন না জানার কারণে আটক হচ্ছে পুলিশের হাতে। সৌদি শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্পন্সরের সম্মতি ছাড়া বাইরে কাজ করতে গেলে অনিয়মিত হিসেবে বিবেচিত হবেন প্রবাসীরা। তবে স্থানান্তরিত হওয়ার ক্ষেত্রে চারটি নির্দেশনা জারি করেছে সৌদি প্রশাসন। এ নির্দেশনায় সন্তোষ প্রকাশ করেছেন দেশটিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা।
প্রবাসী শ্রমিকদের জন্য নতুন কিছু নির্দেশনা জারি করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানানো হয়েছে, স্পন্সরের সম্মতি ছাড়া বাইরে কাজ করতে গেলে কিংবা পালিয়ে গেলে অনিয়মিত হিসেবে বিবেচিত হবেন শ্রমিকরা। তবে সুনির্দিষ্ট কিছু নিয়ম মেনে অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরিত হতে পারবেন কর্মীরা।
কোনো প্রতিষ্ঠানের ফাইল শ্রম অফিস বাতিল করে দিলে সেখানের শ্রমিকরা অন্য কোথাও স্থানান্তরিত হতে পারবেন। একইসঙ্গে কোম্পানির ফাইল ৩০ দিন পার হওয়ার পরও নবায়ন না করে তাহলেও শ্রমিক স্থানান্তরে আইনত কোনো বাধা থাকবে না। নিয়োগকারী কোম্পানি লাল তালিকাভুক্ত হলে শ্রমিকরা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরিত হতে পারবেন। চতুর্থ নির্দেশনায় বলা হয়েছে, প্রতিষ্ঠান যদি ৭৫ শতাংশ কর্মীর কাজের চুক্তি প্রক্রিয়া না মেনে চলে তাহলেও তারা অন্য প্রতিষ্ঠানে যেতে পারবেন।
শ্রমিক স্থানান্তরের ক্ষেত্রে নতুন প্রতিষ্ঠানটিকে চেম্বার অব কমার্সের মাধ্যমে আবেদনপত্র দাখিল করতে হবে। আর এই প্রক্রিয়ার যাবতীয় খরচ বহন করতে হবে নতুন প্রতিষ্ঠানকে। সৌদি শ্রম মন্ত্রণালয়ের এমন নির্দেশনায় সন্তোষ প্রকাশ করেছেন দেশটিতে কর্মরত বাংলাদেশি কর্মীরা।
তারা বলছেন, যদি বাহিরে কোথাও কাজ করি, সেক্ষেত্রে নিয়োগকর্তা আমাকে হুরুব (পালানো বলে বিবেচনা করা) দিতে পারেন। যদি একবার সেই হুরুব পাই, তবে আমরা সৌদি আরবে কখনো কোনো রকম ভিসা নিয়ে আসতে পারব না। সৌদির বর্তমান আইন অনুযায়ী, কাউকে একবার অনিয়মিত ঘোষণা করা হলে ওই শ্রমিক ফের আর কর্মী ভিসায় দেশটিতে ঢুকতে পারবেন না।
আরো পড়ুন:
ওমানের মাস্কাট বিমানবন্দরের রানওয়েতে এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন
একদিনে খৎনা, বিয়ে আবার চলেও গেলেন একসঙ্গে দুই ভাই!
ওমান প্রবাসীদের জন্য সুখবর, সহজ হলো ভিসা নবায়ন
সৌদি আরবের চার দেয়ালে বন্দি হাজারো বাংলাদেশি
জর্ডানে চারতলা ভবন ধস, আতঙ্কে প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post