হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৭৭ মডেলের একটি উড়োজাহাজ থেকে অবৈধ উপায়ে আনা ১৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে। এগুলোর বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।
রোববার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। ঢাকা কাস্টমস হাউজ জানায়, বিমানটির ১৭ জে এবং ১৯ জে নম্বর সিটের নিচে থাকা পাইপের ভেতর থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
দুবাই থেকে আসা বিমানের বিজি-৩৪৮ ফ্লাইটটি রোববার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটিতে সোনার চালান রয়েছে বলে কাস্টমস কর্মকর্তাদের কাছে তথ্য ছিল। তবে কোনোভাবেই সোনা খুঁজে পাচ্ছিলেন না কর্মকর্তারা। প্রায় ১৪ ঘণ্টার বেশি সময় তল্লাশি অভিযান চালানো হয়।
দীর্ঘ এ তল্লাশি শেষে ১৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বারগুলোর ওজন ১ কেজি ৮৫৬ গ্রাম। এই ঘটনায় ঢাকা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা জোহরা খানম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন।
আরো পড়ুন:
ওমানে গাড়ি ভাংচুর ও চুরির অপরাধে একাধিক ব্যক্তি গ্রেফতার
ঢাকা বিমানবন্দরে প্রবাসীদের পদে পদে ভোগান্তি
বিমানবন্দরে ফ্রি টেলিফোন সুবিধা, সুফল পাবেন প্রবাসীরা
প্রবাসী বাবাকে বাঁচাতে ৭ বছরের মেয়ের আকুতি
সম্মানই যদি না পান, রেমিট্যান্স কেন পাঠাবেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post