আগস্টে দেশে প্রবাসী আয় এসেছে ২০৩ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার। গত জুলাইয়ে এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার। ফলে ডলার–সংকটের মধ্যে বিদায়ী মাসে প্রবাসী আয় সামান্য কমেছে। জুলাইয়ে পবিত্র ঈদুল আজহার কারণে বেশি প্রবাসী আয় এসেছিল। সেই হিসাবে আগস্টে বড় কোনো উৎসব ছিল না। তা সত্ত্বেও আগস্টে প্রবাসী আয় ২০০ কোটি ডলার ছাড়িয়েছে।
এই বছরে ৮ মাসের মধ্যে যে ৩ মাস প্রবাসী আয় ২০০ কোটি ডলারের বেশি ছিল, তার মধ্যে আগস্ট মাসও একটি। এর বাইরে গত এপ্রিল ও জুলাইয়ে প্রবাসী আয় ২০০ কোটি ডলারের বেশি এসেছিল।
চলিত বছরের জুলাই মাসের তুলনায় আগস্টে প্রবাসী আয় কিছুটা কমলেও গত বছরের আগস্টের তুলনায় প্রবাসী আয়ে প্রবৃদ্ধি ছিল ১২ দশমিক ৬ শতাংশ। গত বছরের আগস্টে দেশে প্রবাসী আয় এসেছিল ১৮১ কোটি ডলার। প্রবাসী আয়সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, হঠাৎ বেসরকারি খাতের অনেক ব্যাংক সরকারি ব্যাংকগুলোর চেয়ে বেশি প্রবাসী আয় দেশে আনছে। কারণ, এসব ব্যাংক বেশি দামে বিদেশ থেকে ডলার কিনছে। এর ফলে বেশি আয় আসছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে।
ডলার–সংকট কাটাতে এখন বিদেশ থেকে যেকোনো পরিমাণ আয় পাঠাতে কোনো নথিপত্র লাগছে না। আবার প্রবাসী আয়ের ওপর আড়াই শতাংশ হারে প্রণোদনা দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে ডলারের দাম ৯৫ টাকা হলেও প্রবাসীরা প্রতি ডলারের জন্য ১০০ টাকার বেশি পাচ্ছেন।
ডলারের মূল্যবৃদ্ধি ও প্রণোদনার পরও ২০২১-২২ অর্থবছরে প্রবাসী আয়ে বড় পতন হয়। বিদায়ী অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা বৈধ পথে ২ হাজার ১০৩ কোটি ডলার দেশে পাঠান, যা আগের অর্থবছরের চেয়ে ১৫ শতাংশ কম।
আরো পড়ুন:
মারা গেলেন ওমান প্রবাসী আপন চার ভাই
‘প্রবাসীদের রেমিট্যান্স-যোদ্ধা বলে লাভ নেই’
ওমানে মহামারির মতো ছড়িয়ে পড়ছে বিবাহবিচ্ছেদ
ইতিহাসের সবচেয়ে বড় মাদকের চালান ধরলো সৌদি
স্বর্ণ চোরাচালান বন্ধে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিলো বাজুস
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post