সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণ ব্যবসায় নতুন দিগন্ত উন্মোচন করতে চায় বাংলাদেশি জুয়েলারি প্রতিষ্ঠান। আগামীতে দুবাইতে গোল্ড রিফাইনারি খোলার মধ্য দিয়ে বাংলাদেশি অলংকারের ডিজাইনকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে চান ব্যবসায়ীরা। আগামীতে দুবাইতে গোল্ড রিফাইনারি খোলার মধ্য দিয়ে বাংলাদেশী অলংকারের ডিজাইনকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে কাজ করছে বাংলাদেশি প্রতিষ্ঠান এনআরআই জুয়েলারি।
দীর্ঘদিন ধরে দুবাই গোল্ড মার্কেট বিশ্ববাজারে এক অভিজাত নাম। গোল্ড নিয়ে বিশ্বের সবচেয়ে বড় বাজার হলো এটি। প্রতিদিন মিলিয়ন থেকে বিলিয়ন ডলার এই মার্কেটে আদান-প্রদান হয়ে থাকে শুধুমাত্র গোল্ডকে কেন্দ্র করে। এক সময় বাংলাদেশিরা এই মার্কেটের ছোটখাটো ক্রেতা হলেও বর্তমানে তারা নিজেদের বিক্রেতায় পরিণত করছে। গত এক বছরে হিসেবে দেখা যায়, অসংখ্য বাংলাদেশি বিশাল অংকের বিনিয়োগের মাধ্যমে গোল্ডের শোরুম প্রতিষ্ঠা করছে।
দুবাই গোল্ড মার্কেটের অন্যতম বাংলাদেশী প্রতিষ্ঠানের নাম এনআরআই জুয়েলারি। গত এক বছরে এ প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে প্রায় ৫০ জন বাংলাদেশির। আগামী এক বছরে আরো ১০০ জন দক্ষ বাংলাদেশি স্বর্ণ কারোকার এ প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্তারা। বর্তমানে তিনটি অভিজাত শোরুম নিয়ে এনআরআই জুয়েলারি গোল্ড মার্কেটে বাংলাদেশী পতাকা বহন করলেও অচিরে রিফাইনারি খুলে বাংলাদেশি কারোকারদের দক্ষতা বিশ্ব বাজারে ছড়িয়ে দিতে চাই এই প্রতিষ্ঠানটি।
প্রবাসী বাংলাদেশীরা জানিয়েছেন,গোল্ড মার্কেটে বিনিয়োগ একটি সাহসী উদ্যোগ প্রবাসীদের। তাছাড়া যে হারে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ হচ্ছে তা অত্যন্ত ইতিবাচক দিক।এর ফলে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে পাশাপাশি কর্মসংস্থানেরও সুযোগ হবে ব্যাপক।
আরো পড়ুন:
মারা গেলেন ওমান প্রবাসী আপন চার ভাই
‘প্রবাসীদের রেমিট্যান্স-যোদ্ধা বলে লাভ নেই’
ওমানে মহামারির মতো ছড়িয়ে পড়ছে বিবাহবিচ্ছেদ
ইতিহাসের সবচেয়ে বড় মাদকের চালান ধরলো সৌদি
স্বর্ণ চোরাচালান বন্ধে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিলো বাজুস
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post