ট্যাক্সি চালকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে কুয়েতে সরকার। নতুন নিয়ম অনুযায়ী চালকের সিটের পেছনে আরবি ও ইংরেজি ভাষায় ট্যাক্সি কোম্পানির তথ্য, চালকের নাম এবং ফোন নম্বর রাখতে হবে। নিয়ম না মানলে গুনতে হবে বিপুল অঙ্কের জরিমানা।
সম্প্রতি কুয়েতের ট্যাক্সি চালক ও অপারেটর কোম্পানির জন্য নতুন একটি নির্দেশনা জারি করেছে দেশটির ট্রাফিক বিভাগ। নতুন ওই নির্দেশনা অনুযায়ী, হাইওয়ে এবং বিমানবন্দর থেকে কোনো যাত্রী নেয়া যাবে না ট্যাক্সিতে। এ ছাড়াও এতে যাত্রী ছাড়া অন্য কোনো পণ্য বা খাবার পরিবহন করা যাবে না। চালকের সিটের পেছনে আরবি ও ইংরেজিতে থাকতে হবে ট্যাক্সি চালকের নাম, ফোন নম্বরসহ যাবতীয় তথ্য।
প্রবাসীরা বলছেন, ট্রাফিক বিভাগের নতুন এই নির্দেশনা যাত্রীদের পাশাপাশি চালকদের নিরাপত্তা নিশ্চিত করবে। কমে যাবে যাত্রী হয়রানি। জানাগেছে, কুয়েতে বসবাসরত প্রায় আড়াই লাখ প্রবাসী বাংলাদেশির একটি বড় অংশ বর্তমানে ট্যাক্সি চালক পেশায় নিয়োজিত। নতুন নির্দেশনা সম্পর্কে না জানার কারণে বহু ট্যাক্সি চালক আইনি সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা করছেন প্রবাসীরা। এতে বড় অঙ্কের জরিমানাও গুনতে হতে পারে তাদের।
আরো পড়ুন:
ওমানে ক্রেন দুর্ঘটনায় এক প্রবাসীর মৃত্যু
সৌদিতে প্রাইভেটকার খাদে পড়ে ৩ প্রবাসী বাংলাদেশির মৃত্যু
মজুরির দাবিতে বিক্ষোভ করায় শ্রমিকদের ফেরত পাঠাচ্ছে কাতার
মক্কার গ্র্যান্ড মসজিদের সাবেক ইমামের ১০ বছরের কারাদণ্ড দিল সৌদি!
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post