বর্তমান করোনা পরিস্থিতিতে সীমাহীন ভোগান্তিতে রয়েছেন ওমানে বসবাসরত প্রবাসীরা। কর্মহীন তো বটেই, অনাহারে দিন কাটাতে হচ্ছে অনেক প্রবাসীর। অভিযোগ উঠছে দেশটির বর্তমান পরিস্থিতিতেও শ্রমিকদের অধিকার রক্ষা করছে না অনেক প্রতিষ্ঠান। সম্প্রতি এমনটি অভিযোগ করেছে ওমান শ্রমিক ইউনিয়ন।
ইউনিয়ন থেকে বলা হয়েছে যে, কোভিড-১৯ মোকাবেলায় ও দেশটির অর্থনীতি ভেঙ্গে পড়ার থেকে বাঁচাতে যেখানে সরকার বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে, সেখানে বিভিন্ন প্রতিষ্ঠান শ্রমিকদের চাকরী থেকে ছাঁটাই করছে। এতে শ্রমিকদের অধিকার লঙঘন হচ্ছে যা বর্তমান পরিস্থিতিতে কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।
আরও পড়ুনঃ ওমানে সীমিত আকারে বাণিজ্যিক কার্যক্রম শুরু হতে পারে
রোববার জিএফওডব্লিউ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের কাছে এখন পর্যন্ত ১২৭টি অভিযোগ পত্র এসেছে। যার মধ্যে বেতন পরিশোধ না করা, কোনো কারণ ছাড়া মজুরি কর্তন, শ্রমিকদের ওভারটাইমের বেতন না দেওয়া, কর্মী ছাঁটাই, বাধ্যতামূলক অবসর, কোয়ারেন্টাইন থাকাকালীন ছুটির টাকা না দেওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, গত ১৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিলের মধ্যে প্রায় ১৯টি অভিযোগ তাদের কাছে জমা হয়েছে। মাস্কাট থেকে প্রায় ৯৫টি অভিযোগ এসেছে ইউনিয়ন কর্তৃপক্ষের কাছে। যার মধ্যে শীর্ষে রয়েছে উত্তর বাতিনা ১২টি ও দক্ষিণ বাতিনা থেকে ৫টি। এছাড়া আরো দুইটি অভিযোগ তেল অনুমোদিত এলাকা থেকে এসেছে।
https://www.youtube.com/watch?v=Qj-qX6QAFVM
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post