এই করোনাকালে যাঁরা বাংলাদেশের অর্থনীতি সচল রেখেছেন, তাঁদের মধ্যে প্রবাসী শ্রমিকদের ভূমিকা অগ্রগণ্য। আমাদের অর্থনীতির তিন প্রধান চালিকা শক্তির অন্যতম প্রবাসী শ্রমিক। কিন্তু এই প্রবাসী শ্রমিকেরা যে পদে পদে হয়রানি ও দুর্ভোগের শিকার হচ্ছেন, হচ্ছেন প্রতারিত। এমনি এক ঘটনা ঘটে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়।
মাওলানা ও কবিরাজ পরিচয় দিয়ে প্রবাসী এক নারীর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন এক যুবক। এরপর কৌশলে হাতিয়ে নেন সেই নারীর ব্যক্তিগত মুহূর্তের ছবি। আর সেই ছবি আপত্তিকরভাবে অ্যাডিড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আদায় করেন মোটা অংকের টাকা। এতেও মেটেনি পিপাসা। দাবি করেন আরো টাকা। অন্যথায় দিতে থাকেন সম্মানহানির হুমকি। এ অবস্থায় উপায় না দেখে থানায় মামলা করে ভুক্তভোগীর পরিবার। আর এতেই ঘটে তার দাদাগিরির সমাপ্তি।
শুক্রবার সকালে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সেই মোহাম্মদ সাইফুল ওরফে সাইফুল কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতার সাইফুল মগধরা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মাজহারুল ইসলামের ছেলে।
সিআইডি জানায়, নিজেকে মাওলানা ও কবিরাজ পরিচয় দিয়ে আমেরিকা প্রবাসী এক নারীর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন সাইফুল। একপর্যায়ে কৌশলে ওই নারীর ব্যক্তিগত মুহূর্তের ছবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজের মোবাইলে নিয়ে নেন। এরপর সেই ছবি আপত্তিকরভাবে অ্যাডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা দাবি করেন।
উপায় না দেখে তাকে ব্যাংকের মাধ্যমে ৮০ হাজার ও বিকাশের মাধ্যমে আরো এক লাখসহ মোট এক লাখ ৮০ হাজার টাকা দেন ওই নারী। কিন্তু এরপরও আরো টাকা দাবি করছিলেন সাইফুল। পরে এ ঘটনায় নগরীর হালিশহর থানায় মামলা করে ভুক্তভোগী নারীর পরিবার।
সিআইডির পরিদর্শক (চট্টগ্রাম মেট্রো ও জেলা) মুহাম্মদ শরীফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও টাকা লেনদেনে ব্যবহৃত বিকাশ সিমটি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের বিষয় স্বীকার করেছেন সাইফুল। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আগের একটি মামলা রয়েছে।
আরো পড়ুন:
ওমানে ক্রেন দুর্ঘটনায় এক প্রবাসীর মৃত্যু
সৌদিতে প্রাইভেটকার খাদে পড়ে ৩ প্রবাসী বাংলাদেশির মৃত্যু
মজুরির দাবিতে বিক্ষোভ করায় শ্রমিকদের ফেরত পাঠাচ্ছে কাতার
মক্কার গ্র্যান্ড মসজিদের সাবেক ইমামের ১০ বছরের কারাদণ্ড দিল সৌদি!
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post