দেশের অর্থনীতির চাকা যাদের পাঠানো অর্থে সচল থাকে, সেই প্রবাসীদের সঙ্গে থাকা লাগেজ ‘ইচ্ছা করেই’রেখে আসছে বিদেশি এয়ারলাইন্সগুলো। সম্প্রতি এয়ারলাইন্স গুলোর বিরুদ্ধে এমন অভিযোগ করে আসছে প্রবাসীরা। বুধবার (২৪-আগস্ট) “‘ইচ্ছা করেই’ প্রবাসীদের লাগেজ ফেলে আসা, কাটা-চুরি হরহামেশা” শিরোনামে এক প্রতিবেদন করে ঢাকা পোষ্ট। এতে বিভিন্ন এয়ারলাইন্সের প্রবাসীদের লাগেজ ফেলে আসার চিত্র প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আসা প্রবাসীদের লাগেজ না এনে কার্গোর মাল আনায় আগ্রহ বেশি এয়ারলাইন্স গুলোর। মূলত মধ্যপ্রাচ্যের কয়েকটি এয়ারলাইন্স প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এমন আচরণ করছে। প্রবাসীদের লাগেজ বুকিং নিলেও তা ফেলে আনা হচ্ছে কার্গোর মাল। না আনা লাগেজ ২১ দিনের মধ্যে ফেরত দেওয়ার কথা থাকলেও লাগেজের জন্য মাসের পর মাস ঘুরতে থাকেন ভুক্তভোগীরা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, ২০২২ সালের জুলাই মাসে বাংলাদেশে ২০৯৪টি ফ্লাইট অবতরণ করে। এসব ফ্লাইটে তিন লাখ ৬৬ হাজার ৭৪৮ যাত্রী বাংলাদেশে আসেন। এর মধ্যে ১৮৩৩ যাত্রীর লাগেজ দেশে আনেনি এয়ারলাইন্সগুলো। দেশে না আনার তেমন কোনো কারণও জানাতে পারেনি তারা।
বিমানবন্দরে যাত্রীদের অভিযোগ সূত্রে আরও জানা যায়, লো কস্ট এয়ারলাইন্সগুলোর মধ্যে জাজিরা এয়ারওয়েজ, সালাম এয়ার, এয়ার অ্যারাবিয়া, ইতিহাদ, ফ্লাই দুবাইয়ের বিরুদ্ধে লাগেজ ফেলে আসার অভিযোগ সবচেয়ে বেশি। বড় এয়ারলাইন্সগুলোর মধ্যে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ও কাতার এয়ারলাইন্সের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে।
এমন অভিযোগের বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, বর্তমানে ‘লেফট বিহাইন্ড’ লাগেজের জন্য দায়ী এয়ারলাইন্সগুলোর বিরুদ্ধে চার ধরনের শাস্তির বিধান রেখেছে বেবিচক। ইতোমধ্যে শাস্তি হিসেবে কয়েকটি এয়ারলাইন্সের সিট রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। প্রথমত, নিয়মিত লাগেজ রেখে আসা এয়ারলাইন্সগুলোর বিরুদ্ধে সিট রেস্ট্রিকশন দিচ্ছে বেবিচক। যেমন- কোনো এয়ারলাইন্স যদি ১৮০ সিটের হয়, লেফট বিহাইন্ড-এর শাস্তি হিসেবে তাকে ১৫০ বা ১৬০টির মতো সিটে যাত্রী নেওয়ার অনুমতি দেওয়া হয়। বাকি সিট খালি থাকবে। দ্বিতীয়ত, তাদের ফ্লাইট সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা কমিয়ে দেওয়া হয়। তৃতীয়ত, যদি প্রয়োজন হয় প্রতিদিন প্রতি লাগেজের জন্য জরিমানা এবং চতুর্থত, দায়ী এয়ারলাইন্সকে এককালীন মোটা অঙ্কের জরিমানা করা।
সূত্র: ঢাকা পোষ্ট
আরো পড়ুন:
মালয়েশিয়ায় বাংলাদেশির হাতে বাংলাদেশি খুন
ডলার পাচার রোধে বিমানবন্দরে কঠোর নজরদারী
ইউরোপ-আমেরিকাকে ছাড়িয়ে যাচ্ছে সৌদি আরব
প্রাণে রক্ষা পেল বিমানের ২৭৪ যাত্রী, ঢাকায় জরুরি অবতরণ
ঢাকা বিমানবন্দরে লাগেজ নিয়ে দুর্ভোগ যেন দিনদিন বাড়ছেই
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post