কাতারের উদ্দেশে সোমবার রাত পৌনে ৭টায় ঢাকা থেকে উড্ডয়ন করে বাংলাদেশ বিমানের বিজি-৩২৫ ফ্লাইট। উড্ডয়নের ঘণ্টা দুয়েক পর কারিগরি ত্রুটির কারণে ভারতের আকাশ থেকে ঢাকায় ফিরে আসে বিমান। ফ্লাইটটিতে ২৭৪ যাত্রী ছিলেন বলে জানা গেছে। সোমবার (২২ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, এটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দিয়ে পরিচালিত হচ্ছিল। ভারতের আকাশে কারিগরি ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিক ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন পাইলট। প্রায় ২ ঘণ্টা আকাশে উড়ে ২৭৪ যাত্রী নিয়ে ফ্লাইটটি নিরাপদে ঢাকায় জরুরি অবতরণ করে।
যদিও ফ্লাইটটি ফিরে আসার বিষয়ে বিস্তারিত জানায়নি বিমান। তারা শুধু কারিগরি ত্রুটির কথা উল্লেখ করেছে। তবে জানা গেছে, পাইলটের সামনের কাচ ক্ষতিগ্রস্ত হওয়ায় ফ্লাইটটি নিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। ওই ফ্লাইটের এক যাত্রী শেখ মোহাম্মদ সাজিদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে বেঁচে ফিরলাম। ঢাকা থেকে দোহা যাওয়ার পথে আমাদের বিমানে সমস্যা শুরু হয়। পরে আমরা ঢাকা ফিরে আসতে বাধ্য হই। আল্লাহর রহমতে ২৭৪ জনের প্রাণ রক্ষা পেল।’
পরে অবশ্য বিমানের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, ওই ফ্লাইটের যাত্রীদের নিয়ে বিমানের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এয়ারক্রাফটটি রাত সাড়ে ১১টায় কাতারের উদ্দেশে রওনা হয়। স্থানীয় সময় মধ্যরাত সোয়া ১টায় ফ্লাইটটি কাতারের দোহা বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে গত শনিবার (২০ আগস্ট) সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে (বিমান) যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সন্ধ্যায় উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। ফ্লাইটটিতে ১৬০ যাত্রী ছিলেন। পরে আটকেপড়া যাত্রীদের দিল্লি থেকে আনতে পাঠানো হয় আরেকটি বিমান। এরও আগে গত ১৯ জুলাই যান্ত্রিক ত্রুটিতে ভারতের কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় শতাধিক যাত্রী নিয়ে সাড়ে ৪ ঘণ্টা আটকে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।
এদিকে, বিমানের পেশাদারিত্বের অভাবেই যাত্রীদের ভোগান্তি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কর্তৃপক্ষ যথাসময়ে তথ্য সরবরাহ না করার ফলে সমস্যা হচ্ছে বলে জানান এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদ উল হক। তিনি বলেন, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব এয়ারক্রাফট নতুন। কিন্তু তা সত্ত্বেও নতুন এয়ারক্রাফটে প্রায়ই ত্রুটি দেখা যাচ্ছে, যা কোনোভাবেই কাম্য হয়। এজন্য বিমান মেইনটেনেন্স বিভাগের কোনো ঘাটতি আছে কিনা তা ক্ষতিয়ে দেখা উচিত।
আরো পড়ুন:
কাতারের শ্রম বাজার খোলার পূর্বাভাষ!
প্রবাসীরা আমাদের মাথার মুকুট: পরিকল্পনামন্ত্রী
সৌদি আরবে কর্মরত অবস্থায় মারা গেলেন দুই প্রবাসী
রেমিট্যান্সের প্রণোদনা ৪ শতাংশ করার দাবী আমিরাত প্রেসক্লাবের
বিনা খরচে প্রবাসীদের মরদেহ দেশে পাঠাতে কুয়েত প্রবাসীদের আহ্বান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
