বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না, এই বিশ্বাস রাখতে প্রবাসীদের প্রতি অনুরোধ করেছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। শনিবার (২০ আগস্ট) বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখার উদ্যোগে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না, এটা নিশ্চিত। আপনারা বৈধপথে রেমিটেন্স পাঠিয়ে নিজেদের অর্থকে নিরাপদে রাখুন। এতে দেশও উপকৃত হবে। এসময় সবাইকে ঐক্যবদ্ধভাবে চলার পরামর্শ দেন তিনি।
বাংলাদেশে মধ্যপ্রাচ্য থেকে রেমিট্যান্স প্রেরণকারী দেশ হিসেবে কুয়েত তৃতীয় স্থানে রয়েছে বলেও জানান রাষ্ট্রদূত। খাইতান রাজধানী প্যালেস হোটেলে সংগঠনের সভাপতি হোসেন আহমেদ আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হানিফ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর ইকবাল আক্তার, দূতালয় প্রধান ও প্রথম সচিব নিয়াজ মুর্শেদ, বাংলাদেশ কমিউনিটি সভাপতি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, ড. মনিরুজ্জামানসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর অসংখ্য নেতাকর্মী ও তাদের পরিবার।
আরো পড়ুন:
হুন্ডি কী বা হুন্ডি কাকে বলে ?
মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর
ওমান প্রবাসীদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা
নতুন অভিবাসী আইনে বাড়ছে কারাদণ্ড, কমছে জরিমানা
প্রবাসীর আয়ের টাকায় কেনা জমির ভাগ চাওয়ায় প্রবাসীকেই খুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post