সৌদি আরবের রাজধানী রিয়াদে নিজ কর্মস্থলে কাজ করার সময় মেহেদী হাসান মুন্না নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তিনি সৌদি আরবে রিয়াদের একটি পানির কোম্পানিতে চাকরি করতেন। গত ১৩ আগষ্ট প্রতিদিনের মতো কাজ করছিলেন মুন্না। গাড়িতে পানি লোড করার সময় হঠাৎ গাড়ির পিছনের দরজা ভেঙে মুন্নার ঘাড়ে পড়লে সে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে স্থানীয় একটি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। হাসপাতালে নিয়ে দেখা যায় ঘাড়ে প্রচণ্ড আঘাতে তার ঘাড় ভেঙে গেছে। প্রায় এক সপ্তাহ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থেকে অবশেষে গত ১৮ আগস্ট না ফেরার দেশে পাড়ি জমান মুন্না। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার পূর্ব চরপাতা গ্রামে। মুন্নার এমন মৃত্যুতে কর্মস্থলসহ নিজ এলাকায় চলছে শোকের মাতম।
এদিকে, গত ১৭ আগস্ট সড়ক দুর্ঘটনায় অহিদ মিয়া (৫০) নামে আরেক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত বুধবার স্থানীয় সময় সকাল পৌনে ৭টার দিকে সৌদি আরবের মক্কা শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত অহিদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের বুরুদিয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অনেক দিন ধরেই সৌদি আরবে শ্রমিক হিসেবে কাজ করতেন অহিদ মিয়া। তিনি মক্কা শহরে সিজার নামের একটি কোম্পানিতে কাজ করতেন। প্রতিদিনের মতোই গত বুধবার সড়কে কাজ করতে ছিলেন অহিদ। সকাল পৌনে ৭টার দিকে কাজ করা অবস্থায় একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরো পড়ুন:
হুন্ডি কী বা হুন্ডি কাকে বলে ?
মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর
ওমান প্রবাসীদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা
নতুন অভিবাসী আইনে বাড়ছে কারাদণ্ড, কমছে জরিমানা
প্রবাসীর আয়ের টাকায় কেনা জমির ভাগ চাওয়ায় প্রবাসীকেই খুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post