ওমানের আল উস্তা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত হয়েছে এবং আহত হয়েছেন আরো অন্তত ছয়জন। আজ অনলাইনে জারি করা এক বিবৃতিতে আল ওস্তা প্রদেশের স্বাস্থ্য পরিষেবার মহাপরিচালক বলেছেন, আহতদের স্থানীয় আল-জাজার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বাকি ৫জনের মধ্যে চার জন মাঝারি এবং এককজন হালকা আঘাত পেয়েছেন। স্থানীয় সূত্রে জানাগেছে, কাজ থেকে ফেরার পথে ধুলি ঝড়ের কবলে পরে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত এবং আহতরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি।
আরো পড়ুন:
মালয়েশিয়ায় বাড়ছে ম্যালেরিয়া, প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান
পাহাড় থেকে ৬ জনকে উদ্ধার করেছে ওমান পুলিশ
সৌদি প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানালেন রাষ্ট্রদূত
ভাইরাল পাকিস্তানি যুবকের সঙ্গে দেখা করলেন দুবাইয়ের যুবরাজ
কাতারে বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশি পোশাকের চাহিদা, বিনিয়োগ বাড়াচ্ছে প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post