সৌদি প্রবাসীদের কষ্টার্জিত অর্থ বৈধ পথে দেশে পাঠানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। ১২ আগস্ট রিয়াদের বাংলাদেশ দূতাবাসে ‘বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের প্রয়োজনীয়তা, প্রতিবন্ধকতা ও সমাধানের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, সৌদি আরবে বসবাসরত প্রায় ২৬ লাখ বাংলাদেশি বৈধ পথে রেমিট্যান্স পাঠালে দেশে ডলারের রিজার্ভ আরও বাড়বে। রেমিট্যান্স পাঠানোর প্রতিবন্ধকতাগুলো দূর করে তা আরও সহজ করতে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হবে। বিগত অর্থবছরে দেশে রেমিট্যান্স গেছে প্রায় ২১ বিলিয়ন মার্কিন ডলার। যার মধ্যে সৌদি প্রবাসীরা পাঠিয়েছেন প্রায় ৪.৫ বিলিয়ন ডলার। দেশে রেমিট্যান্স পাঠানোয় সৌদি প্রবাসীরাই সর্বোচ্চ। এজন্য তাদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান রাষ্ট্রদূত।
এসময় তিনি বিদেশে আসার আগে সবাইকে অবশ্যই ব্যাংক একাউন্ট খোলার আহ্বান জানান। তাহলে সহজেই যার যার নিজস্ব একাউন্টে টাকা পাঠানো ও তার হিসাব রাখা সহজ হয়। প্রবাসীদের সময়মত নিজের পাসপোর্ট ও ইকামার মেয়াদ হালনাগাদ রাখার পরামর্শ দেন রাষ্ট্রদূত।
আরো পড়ুন:
কাতার যাওয়ার পথে মারা গেলেন হাদিউল হক
বাংলাদেশকে ১৮ টি দামী ঘোড়া উপহার দিলো কাতার
বিমানবন্দরে প্রবাসীকে চর মারার ঘটনায় কাস্টম কর্মকর্তা বরখাস্ত
ওমানে আবহাওয়া নিয়ে ভুল তথ্য দিলে ৫০ হাজার রিয়াল জরিমানা!
ওমানে যুগান্তকারী আইন, স্পন্সর ছাড়াই ব্যবসা করতে পারবে প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post