কুয়েতে বিমান ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট ওজনের বেশি লাগেজ না নিতে নির্দেশ দিয়েছে দেশটির সিভিল এভিয়েশন। এ অবস্থায় বিমানবন্দরে অতিরিক্ত মালামাল বহন করে হয়রানি ও আর্থিক ক্ষতি থেকে বাঁচতে আইন মেনে চলার পরামর্শ দিয়েছে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ। ক্যারি-অন ব্যাগেজ অর্থাৎ হাত ব্যাগের ওজন ইকোনমি ক্লাসের জন্য ৭ কেজি এবং বিজনেস ও প্রথম শ্রেণির জন্য ১১ কেজির বেশি না করার নির্দেশ দেয়া হয়েছে।
তবে এ আইন সম্পর্কে ভালো ধারণা না থাকায় ভোগান্তিতে পড়তে হয় অনেক যাত্রীকে। অতিরিক্ত ওজনের কারণে গুনতে হয় দ্বিগুণ অর্থ, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের। কুয়েতের শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের অধিকাংশই নিম্ন আয়ের। কয়েক বছর পর পর নিজ দেশে ফেরার সুযোগ হয় তাদের। তাই দীর্ঘ সময় পর ছুটিতে দেশে যাওয়ার সময় অনেকেই ওজনের এই নিয়ম মানতে পারেন না। সিভিল এভিয়েশনের আইন মেনে যাত্রীরা নিরাপদে ভ্রমণের পাশাপাশি হ্যান্ড ব্যাগেজে অতিরিক্ত মালামাল বহন না করে হয়রানিমুক্ত থাকবেন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
এদিকে কুয়েতে প্রবাসীদের ভোগান্তি কমাতে শিগগিরই বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করতে যাচ্ছে কুয়েত দূতাবাস। এরই মধ্যে শুরু হয়েছে নিবন্ধন। আগামী সেপ্টেম্বরে প্রবাসীদের হাতে জাতীয় পরিচয়পত্র পৌঁছাবে বলে জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। এতে স্বস্তি জানিয়েছেন প্রবাসীরা।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান জানান, দেশটিতে অবস্থানরত প্রবাসীদের নিবন্ধনের পদক্ষেপ নেয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরেই প্রবাসীদের হাতে এনআইডি পৌঁছাবে। দূতাবাসে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য দিয়ে ফর্ম পূরণের মাধ্যমেও আবেদন করা যাবে। সার্বিক কাজ পরিদর্শনে শিগগিরই বাংলাদেশ থেকে নির্বাচন কমিশনের রেজিস্ট্রেশন দল কুয়েতে যাবে। কুয়েতে বসেই বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র পাওয়া ছিল স্বপ্নের মতো। সেই স্বপ্নপূরণে ভোগান্তি কমবে বলেই আশা প্রবাসীদের।
আরো পড়ুন:
কাতার যাওয়ার পথে মারা গেলেন হাদিউল হক
বাংলাদেশকে ১৮ টি দামী ঘোড়া উপহার দিলো কাতার
বিমানবন্দরে প্রবাসীকে চর মারার ঘটনায় কাস্টম কর্মকর্তা বরখাস্ত
ওমানে আবহাওয়া নিয়ে ভুল তথ্য দিলে ৫০ হাজার রিয়াল জরিমানা!
ওমানে যুগান্তকারী আইন, স্পন্সর ছাড়াই ব্যবসা করতে পারবে প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post